হাওড়া, 19 জানুয়ারি : ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফ্লেক্স পড়ল (Flex Against Kalyan Banerjee) ৷ এর আগে হুগলির শ্রীরামপুরে কল্যাণের বিরুদ্ধে ফ্লেক্স পড়েছিল ৷ এবার ঘটনাস্থল হাওড়ার ডোমজুড় ৷ স্থানীয় বাঁকড়া এলাকায় টাঙানো ওই ফ্লেক্সে ’অ-কল্যাণের’ থেকে মুক্তি চাওয়া হয়েছে ৷ কারা এই ফ্লেক্স লাগিয়েছেন তা এখনও স্পষ্ট নয় । এই নিয়ে গোটা এলাকায় হইচই পড়ে গিয়েছে ।
বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন বাঁকড়া এক নম্বর এবং বাঁকড়া দু'নম্বর পঞ্চায়েত এলাকার হাওড়া-আমতা রোডের ধারে একাধিক ফ্লেক্স টাঙানো রয়েছে (tmc flex politics at howrah domjur against kalyan banerjee) । ওই ফ্লেক্সে লেখা হয়েছে, ‘‘আর নয় কল্যাণ ।’’ শ্রীরামপুরের সাংসদকে নেশাখোর, চরিত্রহীন এবং তোলাবাজ বলেও ওই ফ্লেক্সে কটাক্ষ করা হয়েছে ৷
উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করায় রাজ্যের বিভিন্ন এলাকায় এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ । তার পর বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙানো হতে শুরু করে ৷