পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাগনানে তৃণমূল-BJP সংঘর্ষ, জখম ১২ - tmc-bjp clash at bagnan

তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত বাগনানের মেনলোক ৷ বোমাবাজি ও গাড়ি ভাঙচুর করা হয় ৷ সংঘর্ষে জখম হয়েছেন 12 জন ৷ তাদের বাগনান এবং উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত বাগনান

By

Published : Nov 18, 2019, 6:52 PM IST

Updated : Nov 18, 2019, 11:29 PM IST

বাগনান, 18 নভেম্বর: তৃণমূল ও BJP-র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাগনানের মেনলোক গ্রাম । চলে বোমাবাজি । গাড়ি ভাঙচুরও করা হয় । সংঘর্ষে দু'পক্ষের 12 জন জখম হয় । তাদের বাগনান এবং উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

বাগানানের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের অরুণাভ সেন বলেন, " দীর্ঘদিন ধরে বাগনানের মেনলোক গ্রামে তৃণমূল কর্মীদের ওপরে BJP সন্ত্রাস চালাচ্ছিল । সেই এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ আইয়ুব আলির নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যায় ৷ ফেরার পথে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় BJP কর্মীরা ৷ গাড়ি ভাঙচুর করা হয় ৷ এতে তৃণমূলের কয়েকজন কর্মী জখম হন ।"

ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয় তৃণমূল ও BJP নেতৃত্ব

BJP-র হাওড়া গ্রামীণ সাধারণ সম্পাদক প্রত্যুষ মণ্ডল বলেন, "তৃণমূল ওই এলাকায় প্রায়ই সন্ত্রাস চালায় ৷ আজও তারা সন্ত্রাস চালিয়েছে ৷ বোমাবাজি করেছে ৷ কর্মীদের মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুর করেছে ৷ তৃণমূল কোণঠাসা হচ্ছে বলেই সন্ত্রাস চালাচ্ছে।"

আজ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ।

Last Updated : Nov 18, 2019, 11:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details