বাগনান, 18 নভেম্বর: তৃণমূল ও BJP-র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাগনানের মেনলোক গ্রাম । চলে বোমাবাজি । গাড়ি ভাঙচুরও করা হয় । সংঘর্ষে দু'পক্ষের 12 জন জখম হয় । তাদের বাগনান এবং উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
বাগানানের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের অরুণাভ সেন বলেন, " দীর্ঘদিন ধরে বাগনানের মেনলোক গ্রামে তৃণমূল কর্মীদের ওপরে BJP সন্ত্রাস চালাচ্ছিল । সেই এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ আইয়ুব আলির নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যায় ৷ ফেরার পথে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় BJP কর্মীরা ৷ গাড়ি ভাঙচুর করা হয় ৷ এতে তৃণমূলের কয়েকজন কর্মী জখম হন ।"