পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডুমুরজলা স্টেডিয়ামের উদ্বোধন নিয়ে তরজা শাসকদল ও বিজেপির - newly constructed Dumurjala indoor stadium

নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়াল মাধ্যমে নবনির্মিত ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয় সবুজ সাথি ক্রীড়াঙ্গন । মোট খরচ হয়েছে 28 কোটি টাকা ।

ডুমুরজলা স্টেডিয়াম
ডুমুরজলা স্টেডিয়াম

By

Published : Feb 9, 2021, 12:49 PM IST

Updated : Feb 9, 2021, 1:40 PM IST

হাওড়া, 9 ফেব্রুয়ারি : নবনির্মিত ডুমুরজলা ইনডোর স্টেডিয়াম ঘিরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়াল মাধ্যমে এই স্টেডিয়ামের উদ্বোধন করেন । স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়, সবুজ সাথি ক্রীড়াঙ্গন । মূলত বিভিন্ন ইনডোর গেমসের জন্যই এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে । স্টেডিয়ামের জন্য মোট খরচ হয়েছে 28 কোটি টাকা ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক মুক্তা আর্য এবং হাওড়া পৌরসভার কমিশনার অভিষেক তিওয়ারি । বিজেপির হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহার অভিযোগ, ভোটের আগে তড়িঘড়ি করে স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে । যেখানে কোরোনা পরিস্থিতিতে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে কোয়ারানটাইন সেন্টার তৈরি করা হয়েছিল । বর্তমানে কোরোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয় । সকলকে কোরোনার টিকা দেওয়া হয়নি । সেক্ষেত্রে কীভাবে ওই স্টেডিয়ামকে খেলাধুলোর জন্য খুলে দেওয়া হয়, তাই নিয়েই প্রশ্ন তোলেন তিনি । এতে ঝুঁকি আছে বলে মনে করেন তিনি ।

ডুমুরজলা স্টেডিয়ামের উদ্বোধন নিয়ে তৃণমূল-বিজেপি কোন্দল ৷

অন্যদিকে রাজ্যের সমবায়মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, এই স্টেডিয়াম আগেই তৈরি হয়ে গিয়েছিল । তাই উদ্বোধনে কোনও অসুবিধা হবে না । খেলাধুলোর উন্নতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগে কোয়ারানটিন সেন্টার তৈরি করা হলেও বর্তমানে কোরোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক । তাই এই স্টেডিয়ামে কোয়ারানটিন সেন্টার এখন নেই । এখানে স্যানিটাইজ় করার পরই উদ্বোধন করা হয়েছে । এর মধ্যে কোনও রাজনীতি নেই । বিজেপি সব কিছুতেই রাজনীতি দেখে।
আরও পড়ুন : পাওনা টাকা চাইতে বেরিয়ে নিখোঁজ, জলা থেকে উদ্ধার দেহ

ক্রীড়াঙ্গনের নির্মাণকারী সংস্থার কর্ণধার রাম রতন চৌধুরি জানান, দু'একর জমিতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করা হয়েছে । এখানে খেলার জন্য 50 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থের কাঠের ফ্লোর বানানো হয়েছে । ছয় হাজার দর্শকাসন রয়েছে এই স্টেডিয়ামে । এছাড়া রয়েছে আধুনিক ধাঁচে তৈরি কনফারেন্স রুম, ড্রেসিং রুম, ব্রডকাস্টিং রুম ।

Last Updated : Feb 9, 2021, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details