পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারদকাণ্ডে চার হেভিওয়েটের গ্রেফতারির প্রতিবাদে হাওড়ায় অবরোধ - তৃণমূল কংগ্রেস

নারদ মামলায় চার হেভিওয়েটের গ্রেফতারির প্রতিবাদে অবরোধ ৷ হাওড়ার অঙ্কুরহাটির মোড়ে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী ও সমর্থকরা ৷ টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা ৷

wb_hwh_03_tmc aggitation_wb10026
নারদ কাণ্ডে চার হেভিওয়েটের গ্রেফতারির প্রতিবাদে হাওড়ায় অবরোধ

By

Published : May 17, 2021, 7:36 PM IST

হাওড়া, 17 মে : নারদ মামলায় তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেফতারের প্রতিবাদে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ ৷ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীদের ৷

সোমবার হাওড়ার অঙ্কুরহাটির মোড়ে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী ও সমর্থকরা ৷ টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা ৷ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রের গ্রেফতারির প্রতিবাদে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তৃণমূল কর্মীরা।

এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা শেখ মার্শাল অভিযোগ করেন, বিজেপি এখনও বিধানসভা নির্বাচনে হার মেনে নিতে পারেনি ৷ তাই তারা এইভাবে তাদের দলের হেভিওয়েট নেতাদের গ্রেফতার করাচ্ছে ৷ তৃণমূলের নেতা, কর্মীদের প্রশ্ন, বিনা নোটিশে কীভাবে অভিযুক্তদের গ্রেফতার করা হল ? কীভাবে একই মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও মুকুল রায় ছাড় পেয়ে গেলেন ?

আরও পড়ুন :নারদকাণ্ডে গ্রেফতারির প্রতিবাদে বাঁকুড়ায় মিছিল, বিক্ষোভ

সোমবার সকালে নারদ-মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই ৷ নিজাম প্যালেসে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট মেমোতে সই করানো হয় চার নেতা-মন্ত্রীকে ৷ এরপরই সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঘণ্টার পর ঘণ্টা সেখানেই কাটান তিনি ৷ তবে শুনানি শেষে ধৃত চারজনই জামিন পেয়ে যান ৷

ABOUT THE AUTHOR

...view details