হাওড়া, 30 ডিসেম্বর : 24 ঘণ্টা কাটতে না কাটতেই শালিমারে প্রোমোটার খুনে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল হাওড়া সিটি পুলিশ ৷ গতকাল ভোররাতে বর্ধমান থেকে তাদের গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের তদন্তকারী আধিকারিকরা ৷ ভিকি সিং, চন্দন সিংসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের নিয়ে হাওড়া যাচ্ছেন তদন্তকারীরা ।
গতকাল হাওড়ায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় প্রোমোটার ধর্মেন্দর সিং-এর । হাওড়ার শালিমারের তিন নম্বর গেটের কাছে ধর্মেন্দরকে গুলি করে পালায় দুষ্কৃতীরা । ধর্মেন্দর হাওড়া পৌরনিগমের 39 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্কিং প্রেসিডেন্ট । গতকাল সকালে শালিমার তিন নম্বর গেটের কাছে ধর্মেন্দরকে গুলি করে দুষ্কৃতীরা । তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।