হাওড়া, 27 ফেব্রুয়ারি: আট বছর আগে এক নাবালিকাকে গণধর্ষণের মামলাতে এক সেনা আধিকারিক ও 2 বিএসএফ জওয়ানের বিরুদ্ধে সাজা ঘোষণা করল হাওড়া আদালত । পকসো মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ওই নিরাপত্তা বাহিনীর ওই তিন সদস্য ৷ সোমবার যাবতীয় তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত 2 বিএসএফ জওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ও 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেন হাওড়া আদালতের বিচারক সৌরভ ভট্টাচার্য । অপর অভিযুক্ত সেনা জওয়ানকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা করা হয় (three jawans convicted in gang rape case) ৷
এই দুই ক্ষেত্রেই জরিমানার অর্থ না-দিতে পারলে যথাক্রমে আরও 2 ও 1 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক । জানা গিয়েছে, যে যুবতীর সঙ্গে ওই গণধর্ষণের ঘটনা ঘটে তখন তার বয়স ছিল 13 বছর ৷ 2015 সালের 27 ডিসেম্বর ঘটনাটি ঘটে । ফলে পকসো আইনে মামলা রুজু হয় ৷ জানা গিয়েছে, ওই দিন হাওড়া স্টেশন থেকে অমৃতসর মেলের টিকিট কেটে ট্রেনে অমৃতসর যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ে ওই নাবালিকা ৷ বয়স অল্প থাকায় নিয়ম বুঝতে না-পেরে সে সেনাবাহিনীর কামরায় উঠে যায় ৷ অভিযোগ, তারপরেই ঘটে ওই ঘটনা ৷ দুই বিএসএফ ও এক সেনা আধিকারিক তাকে মদ্যপান করায় ৷ এরপর অচৈতন্য অবস্থায় তাকে ধর্ষণ করে ওই দুই বিএসএফ জওয়ান ৷ মোট 6 বার তাকে ধর্ষণ করা হয় ৷