পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিবপুরে যুবককে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার 3

16 নভেম্বর এক বন্ধুর সঙ্গে রামকৃষ্ণপুর লেন দিয়ে বাইকে করে যাচ্ছিলেন শিবপুর থানার পিএম বস্তির বাসিন্দা মহম্মদ আবদুল্লা । সেই সময় কয়েকজন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে ৷

Shibpur
শিবপুর

By

Published : Nov 30, 2020, 2:25 PM IST

শিবপুর , 30 নভেম্বর : শিবপুরে যুবককে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেপ্তার করা হল । তাদের বিহার থেকে গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ ।

16 নভেম্বর শিবপুর থানার পিএম বস্তির বাসিন্দা মহম্মদ আবদুল্লাকে গুলি করে খুন করা হয় । তিনি সেদিন তাঁর এক বন্ধুর সঙ্গে রামকৃষ্ণপুর লেন দিয়ে বাইকে যাচ্ছিলেন । তখনই কয়েকজন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে ৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন মহম্মদ আবদুল ।

আবদুল এলাকায় সমাজবিরোধী হিসেবে পরিচিত ছিল । সাদ্দাম ও আবদুলের দলের মধ্যে এলাকা দখলের লড়াই চলছিল বলে জানা গিয়েছে । তা ছাড়া সাদ্দামের দলের জিজুয়া নামে এক দুষ্কৃতীকে খুনের অভিযোগ রয়েছে আবদুলের বিরুদ্ধে । এর বদলা নিতে এবং এলাকা দখলে রাখতেই নাকি আবদুলকে খুনের ছক কসেছিল সাদ্দাম ও তার দলবল । 16 নভেম্বর বাইকে করে যাওয়ার সময় আবদুলকে গুলি করে সাদ্দাম ও তার এক সঙ্গী । ঘটনাস্থানেই মৃত্যু হয় আবদুলের । জখম হয় তার সঙ্গী শেখ জাহির । এরপর পালিয়ে যায় তারা ।

জাহির জবানবন্দীতে জানায় , দুটি 9mm ও দু'টি ওয়ান শাটার বন্দুক ব্যবহার করেছিল সাদ্দাম ও তার সঙ্গীরা । ঘটনার পর থেকেই পলাতক ছিল তারা । গা ঢাকা দিয়েছিল বিহারের প্রত্যন্ত এলাকায় । অবশেষে শিবপুর থানার পুলিশ তাদের সেখান থেকে গ্রেপ্তার করে ।

ABOUT THE AUTHOR

...view details