হাওড়া, 3 মে:টিকিয়াপাড়ায় লকডাউন ভেঙে পুলিশের শান্তি মিছিলে যোগ দিল হাজারেরও বেশি মানুষ। কয়েকদিন আগেই সেখানকার বেলিলিয়াস রোডে পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষ হয় । আর আজ সেখানে পুলিশের তরফে টিকিয়াপাড়া ফাঁড়ি থেকে হাওড়া ময়দান পর্যন্ত একটি শান্তি মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলেই লকডাউন ভেঙে যোগ দেন অনেকে ।
বেলিলিয়াস রোডের ঘটনায় পুলিশকর্মীদের মারধরের অভিযোগ উঠেছিল । পরে হাওড়া সিটি পুলিশ 13 জনকে গ্রেপ্তার করে। এলাকায় RAF-কে সঙ্গে নিয়ে রুট মার্চ করে পুলিশ । বেলিলিয়াস রোড কার্যত সিল করে দেওয়া হয়। চলে নাকা চেকিংও। এরপরই আজ স্থানীয়দের আস্থা অর্জনে শান্তি মিছিল বের করে পুলিশ । টিকিয়াপাড়া ফাঁড়ি থেকে শুরু হয়ে তা শেষ হয় হাওড়া ময়দানে ।