বাগনান, 17 জানুয়ারি : "চোরও কো আতি হে নজর সারি, জাহা চোর হে"। এভাবেই বিজেপির ভ্যাকসিন চোরের প্রতিক্রিয়া নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের । আজ নবাসন ফুটবল মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় । সেখানে তিনি যোগ দেন । তারপরে বাগনানে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপিকে তোপ দাগেন মন্ত্রী ।
ফিরহাদ হাকিম বলেন, "কোরোনা ভ্যাকসিন বিজেপির বাপের টাকায় তৈরি নয় । কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে যে কর, জিএসটি, সেস সংগ্রহ করে সেই টাকায় কেনা হয়েছে এই ভ্যাকসিন । তাই কোরোনার ভ্যাকসিন পাওয়া এই রাজ্যের মানুষের মৌলিক অধিকার ।" তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "ভ্যাকসিন নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে । এটা অশিক্ষিতদের রাজনীতি ।" তিনি আরও দাবি করেন, "যে পরিমাণ ভ্যাকসিন এই রাজ্যে পাঠানো হয়েছে তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য । অবিলম্বে আরও বেশি পরিমাণ ভ্যাকসিন এই রাজ্যে পাঠানো উচিত ।" তিনি অভিযোগের সুরে বলেন, "রাজ্যের মানুষকে বঞ্চিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার । আর বিজেপি এই ভ্যাকসিনকে কেন্দ্র করে নোংরা রাজনীতি করছে ।"