পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেলে কর্মী কম থাকায় বাড়ছে দুর্ঘটনা : সুদীপ বন্দ্যোপাধ্যায় - rail

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, রেলে কর্মী কম থাকায় বাড়ছে দুর্ঘটনা। আজ ৩ সদস্যের কমিটি হাওড়া স্টেশন পরিদর্শনে য়ায়। স্টেশনের নিরাপত্তার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

সুদীপ বন্দ্যোপাধ্যায়

By

Published : Feb 23, 2019, 8:54 PM IST

হাওড়া, ২৩ ফেব্রুয়ারি : রেলে কর্মী কম থাকায় বাড়ছে দুর্ঘটনা, জানালেন রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ ৩ সদস্যের একটি কমিটি হাওড়া স্টেশন পরিদর্শনে যায়। তিনি জানান, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলে সাতহাজার লোক নিয়োগের সুপারিশ করা হয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সুদীপবাবু জানান, ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে সবথেকে বেশি দুর্ঘটনা ঘটে। চালকের পাশাপাশি গ্যাংম্যানদেরও নিয়োগ করা হবে যাতে রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজ ঠিক মতো করা যায়।

তিনি আরও জানান, হাওড়া স্টেশনের নিরাপত্তা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। তাই স্টেশনের দুই কমপ্লেক্সে CCTV-র সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে CCTV-র সংখ্যা ২৪৬টি। যা পর্যাপ্ত নয়। এছাড়াও চলন্ত ট্রেনে যাত্রী নিরাপত্তা বাড়াতে RPF এবং GRP-কে আরও সতর্ক থাকা প্রয়োজন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details