পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anish Khan Murder Case : পুলিশ নিজেই লোক লাগিয়ে ইট ছুঁড়েছে ; বিস্ফোরক মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের - আইনজীবী

আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনার (Anish Khan Death Case) প্রতিবাদের জেরে এসপি অফিসের সামনে হামলায় ধৃত মীনাক্ষী সহ 16 জনের জামিনের আবেদন খারিজ করল আদালত। আগামী ৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানি ৷ আদালত থেকে বেরিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্য ৷ সমগ্র ঘটনাটির পিছনে রয়েছে পুলিশই ৷

Anish Khan Murder Case
ধৃত মীনাক্ষী সহ 16 জন

By

Published : Mar 4, 2022, 11:02 PM IST

হাওড়া, 4 মার্চ : ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় (Student Leader Anish Khan Death Case) গত 26 ফেব্রুয়ারি হাওড়ার পুলিশ সুপারের অফিসে হামলার অভিযোগে ধৃত মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 16 জন ৷ তাদের পক্ষের উকিল হয়ে হাওড়া আদালতে আসেন কলকাতার প্রাক্তন নাগরিক ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জামিন মামলা খারিজের পর আদালত থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সরাসরি হাওড়া গ্রামীণ পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করান তিনি ৷

তিনি স্পষ্ট জানিয়েছেন এটা তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা এই ধরনের সমাবেশে পুলিশ নিজেই কিছু লোককে নিয়ে আনে যারা এই ধরনের আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি করে ও গণ্ডগোল পাকানোর চেষ্টা করেন।

আরও পড়ুন : Anish Khan Death Case: আনিশের দ্বিতীয়বার ময়নাতদন্ত, মিলবে হত্যাকাণ্ডের সূত্র ? সংশয়ে বিশেষজ্ঞমহল

তিনি আরও জানান তারা সাংবিধানিক অধিকার রক্ষা করতে আন্দোলনে নেমেছিলেন। আর রাজ্যের সরকার অ-গণতান্ত্রিক উপায়ে পুলিশকে দিয়ে সেই অধিকার হরণ করেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন ওই দিনের ঘটনায় যে সমস্ত পুলিশকর্মী আহত হওয়ার কথা বলা হয়েছিল তাদের আঘাত খুবই সামান্য। তাই এই মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জামিন হওয়া উচিৎ। কারণ ওই আঘাত কোনও বিপদজনক আঘাত ছিল না।

যদিও এদিন এই মামলায় ধৃত ১৬ জনকে ফের ৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় জেলা আদালতের বিচারপতি।

বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্য

আরও পড়ুন : Anish Khan Death Case : আনিশের বাবার পিঠের শিরদাঁড়া সোজা আছে, সালেম খান প্রসঙ্গে বিমান

উল্লেখ্য, গত শনিবার আনিস খানের মৃত্যুর প্রতিবাদে ছাত্র ও যুব সংগঠনের কর্মসূচিতে তুলকালাম কাণ্ড বেঁধে গিয়েছিল পাঁচলায়। একইভাবে এসপি অফিসের সামনে ব্যাপক গণ্ডগোলও শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে লাগাতার বোতল ও ইট-পাথর বৃষ্টি চলে। যদিও তাঁদের সমর্থকদের কেউ ইট ছোড়েনি বলে জানিয়েছিলেন বামপন্থী নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। বিক্ষোভকারীদের রুখতে পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। গ্রেফতার হন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিক্ষোভকারী।

ABOUT THE AUTHOR

...view details