হাওড়া, ২০ ফেব্রুয়ারি : উলুবেড়িয়া থানার বিরশিবপুরের কাছে আজ সকালে একটি বাস দুর্ঘটনায় পড়ে। যাত্রী বোঝাই বাসটি রাস্তায় উলটে যায়। এই দুর্ঘটনায় জখম হয়েছেন ১০ জন। বাসের চালক পলাতক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টা নাগাদ বাসটি রাঁচি থেকে বাবুঘাট যাচ্ছিল। সেই সময় ৬ নম্বর জাতীয় সড়কে একটি ট্রেলার হঠাৎ ব্রেক কষলে পেছনে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।
সামনের ট্রেকার ব্রেক কষায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস - national highway 6
উলুবেড়িয়া থানার বিরশিবপুরের কাছে আজ সকালে একটি বাস দুর্ঘটনায় পড়ে। এই দুর্ঘটনায় জখম হয়েছেন ১০ জন। বাসের চালক পলাতক।
bus acc
স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ৩ জনের আঘাত গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।