হাওড়া, 30 মে : হাওড়ার ইছাপুরে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ ৷ রবিবার সকালে ইছাপুর এইচআইটি কোয়ার্টারে উদ্ধার হয় মণিমোহন পাল (৭১) এবং তাঁর স্ত্রী মীনা পালের (৬৬) মৃতদেহ ।
জানা গিয়েছে, মীনা পাল দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন ৷ সম্প্রতি তিনি আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন । বাড়ির পরিচারিকা জলি মাঝি আজ সকালে কাজ করতে এসে দেখেন বৃদ্ধ-বৃদ্ধা দুজনেই মৃত অবস্থায় পড়ে রয়েছেন ৷ এরপর জলি স্থানীয়দের খবর দেন । স্থানীয়রা থানায় যোগাযোগ করলে ব্যাটরা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় ।