পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেওয়ালে লেখা 'চৌকিদার চোর হ্যায়'; BJP বলছে, "কারা চোর সবাই জানে" - দেওয়াল লিখন

হাওড়ায় দেওয়াল লিখন 'চৌকিদার চোর হ্যায়' ! অভিযোগ উঠেছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। BJP নেতৃত্ব বলছে, কারা চোর সেটা সবাই জানে। যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে।

wall

By

Published : Mar 31, 2019, 11:00 AM IST

Updated : Mar 31, 2019, 12:07 PM IST

হাওড়া, 31 মার্চ : 'চৌকিদার চোর হ্যায়' ! হাওড়া পৌরনিগমের 39 নম্বর ওয়ার্ডের এই দেওয়াল লিখন নিয়েই চাপানউতর BJP ও তৃণমূল শিবিরে। দুই পক্ষেরই অভিযোগ, কার দেওয়াল কে নিয়ে নিয়েছে !

রাফাল ইশু সামনে আসার পর কংগ্রেসের তরফে স্লোগান তোলা হয়েছিল 'চৌকিদার চোর হ্যায়'। পালটা জবাব দেন নরেন্দ্র মোদি। তিনি টুইটারে তাঁর অ্যাকাউন্টের নাম চেঞ্জ করেন। লেখেন 'চৌকিদার নরেন্দ্র মোদি'। এরপর থেকে BJP-র নেতানেত্রীরা নিজেদের নামের আগে চৌকিদার লিখতে শুরু করেন। কিন্তু, বিরোধীরা ছাড়েনি। একাধিক সভা থেকে বিরোধী নেতানেত্রীর তোপ দেগে বলতে শুরু করে, "চৌকিদার চোর হ্যায়।" এবার তা লেখা হল দেওয়ালেও। দেওয়ালের একপাশে আঁকা ছিল BJP-র প্রতীক পদ্মফুলের ছবি। পাশেই লেখা, চৌকিদার চোর হ্যায়।

শুনুন বক্তব্য

এনিয়ে BJP-র হাওড়া মণ্ডল 3-এর সভাপতি বদ্রিনারায়ণ সিংয়ের অভিযোগ, এটা শাসকদলের কাজ। BJP-র ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের কাজ করা হচ্ছে। হাওড়া মণ্ডল 3-এর BJP জেনেরাল সেক্রেটারি ললিত মেহতা বলেন, "আসল চোর কে? সেটা বাঙালি, সারা ভারতবাসী জানতে পেরেছে। কেউ 2 কেজি সোনা নিয়ে (এই ঘটনার সত্যতা খতিয়ে দেখেনি ETV ভারত) এয়ারপোর্টে ধরা পড়ছে আবার কেউ সারদা, নারদকাণ্ডে উপরের তালিকায় আছে।" তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Last Updated : Mar 31, 2019, 12:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details