পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব রেলের দশ কোচ রূপান্তরিত হল আইসোলেশন ওয়ার্ডে - Eastern Railway coaches converts to isolation wards

হাওড়া শাখায় রেল সূত্রের খবর, ঝিলপাড় কোচিং ইয়ার্ডে মোট 10 টি কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরি করা হয়েছে । যার মধ্যে অধিকাংশ কোচের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে । সূত্রের খবর, কোচগুলির বাইরে লেখা থাকবে ‘কোভিড 19 আইসোলেশন কোচ’ ৷ এতে দেওয়া হবে নতুন চাদর ও বালিশ ।

কোভিড 19 আইসোলেশন কোচ
কোভিড 19 আইসোলেশন কোচ

By

Published : Apr 28, 2021, 7:33 PM IST

হাওড়া, 28 এপ্রিল : কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে রাজ্যে । যতদিন যাচ্ছে, ততই বাড়ছে সংক্রমণ । পাশাপাশি শয্যার ঘাটতি দেখা যাচ্ছে রাজ্যের কোভিড হাসপাতাল ও নার্সিংহোমে । ইতিমধ্যেই রাজ্যে বেড এবং অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বহু রোগীর । হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর কথা বলা হলেও আদপে তা অমিল । এই সংকটময় পরিস্থিতিতে প্রস্তুত ভারতীয় রেল ।


জটিল এই পরিস্থিতিতে এই রাজ্যের সরকারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল । হাওড়া শাখায় রেল সূত্রের খবর, ঝিলপাড় কোচিং ইয়ার্ডে মোট 10 টি কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরি করা হয়েছে । যার মধ্যে অধিকাংশ কোচের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে । সূত্রের খবর, কোচগুলির বাইরে লেখা থাকবে ‘কোভিড 19 আইসোলেশন কোচ’ ৷ এতে দেওয়া হবে নতুন চাদর ও বালিশ । আলাদা করে একটি বাথরুমে থাকছে স্নান করার শাওয়ার । প্রতি কোচে দুটি অক্সিজেন সিলিন্ডার রাখার জায়গাও করা হয়েছে রেলের কর্তৃপক্ষের তরফ থেকে । প্রথম দু’টি আসনে থাকবেন চিকিৎসক ও নার্স । গুরুত্বপূর্ণ স্টেশনে কিছুটা দূরে রাখা হবে এই কোচগুলি । যেখানে বিদ্যুৎ ও পর্যাপ্ত জল পাওয়া যাবে । পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে রিকুইজিশন এলে এই কোচগুলো ব্যবহার করা হবে কোভিড রোগীদের চিকিৎসার জন্য ।

দশ কোচ রূপান্তরিত হল আইসোলেশন ওয়ার্ডে
পূর্ব রেল সূত্রে আরও জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের বর্ধমান, আজিমগঞ্জ, হাওড়ায় 38 টি আইসোলেশন কোচ প্রস্তুত রাখা হয়েছে । এরমধ্যে বর্ধমানের 20 টি, আজিমগঞ্জে 8 টি এবং হাওড়ায় 10 টি কোচ প্রস্তুত রাখা হয়েছে । হাওড়ায় যে দশটি কোচ প্রস্তুত রাখা হয়েছে সেগুলি প্রতিদিন ক্লিনিং করার কাজ চলছে ।

আরও পড়ুন : দাম কমল কোভিশিল্ডের

মশার উপদ্রব থেকে বাঁচতে প্রতি কোচের জানালার বাইরে লাগানো হয়েছে নেট । প্রতি কোচে নির্দিস্ট স্থানে 2 টি করে অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যবস্থা করা হয়েছে । প্রতি কোচের 18 টির মধ্যে 16 টি রাখা হয়েছে রোগীদের জন্য, আর বাকি 2 টি বেড নিয়ে চিকিৎসকদের জন্য একটি কেবিন করে রাখা হয়েছে ৷ এছাড়াও অভ্যন্তরে প্রয়োজনীয় সমস্ত আয়োজন প্রস্তুত করে রাখা হয়েছে । রাজ্য সরকারের চাহিদামত সেই কোচগুলি সরবরাহ করতে প্রস্তুত পূর্ব রেলের হাওড়া ডিভিশন । শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের একাধিক রাজ্যে রেলের কোচে তৈরি হচ্ছে কোভিড কেয়ার সেন্টার ৷

ABOUT THE AUTHOR

...view details