পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Howrah Hijab Row: কর্নাটকের হিজাব বিতর্কের ছায়া হাওড়াতে, ছাত্রীকে হিজাব পরে স্কুলে ঢুকতে বাধা - Teacher stopped a Student for wearing Hijab

হিজাব বিতর্কের রেশ হাওড়াতেও । ছাত্রীকে হিজাব পরে স্কুলে ঢুকতে বাধা শিক্ষিকার । প্রতিবাদে স্কুল চত্বরে বিক্ষোভ ছাত্রীর আত্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের (Howrah Hijab Row) ।

Howrah Hijab Row
হিজাব বিতর্কের ছায়া হাওড়াতে

By

Published : Feb 17, 2022, 10:27 PM IST

Updated : Feb 18, 2022, 10:24 AM IST

হাওড়া,17 ফেব্রুয়ারি: হিজাব বিতর্কের রেশ এবার হাওড়াতে ( Howrah Hijab Row)। ছাত্রীকে হিজাব পরে স্কুলে ঢুকতে বাধা শিক্ষিকার । অভিযোগের তির ইংরাজি শিক্ষিকা হোমা বোধকের বিরুদ্ধে । এই ঘটনার প্রতিবাদেই বৃহস্পতিবার সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা এবং ওই ছাত্রীর পরিবারের আত্মীয়রা বিক্ষোভ দেখায় স্কুল চত্বরে । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন:Bantra Robbery Case : লুঠের 1 কোটি থেকেই প্রেমিকাকে লক্ষাধিক টাকার মোবাইল উপহার অভিযুক্তের
সূত্রের খবর, বুধবার হাওড়ার ডোমজুর মাকড়দহ গার্লস স্কুলে হিজাব পরে ভ্যাকসিন নিতে এসেছিল একাদশ শ্রেণির এক মুসলিম ছাত্রী । অভিযোগ, ওই ছাত্রীকে আপত্তিজনক কথা বলেন সংশ্লিষ্ট স্কুলের ইংরাজি শিক্ষিকা হেমা বোধাক । শুধু তাই নয় ওই ছাত্রীকে ধাক্কা দিয়ে স্কুল থেকে বেরিয়ে যেতে বলেন (Teacher Stopped a Student To Enter in the school)। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বুধবার রাত্রেই । এরপরেই বৃহস্পতিবার সকালেই স্কুল চত্বরে বিক্ষোভ দেখান ওই ছাত্রীর আত্মীয়রা ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন । ওই শিক্ষিকাকে অবিলম্বে স্কুল থেকে সাসপেন্ড করার দাবি করে উত্তেজিত জনতা । বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ । ঘটনাস্থলে উপস্থিত হন জেলা শিক্ষা দফতরের আধিকারিকরা । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই উত্তজিত জনতার সঙ্গে কথা বলে ওই শিক্ষিকাকে থানায় নিয়ে যায় পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ (Teacher stopped a Student for wearing Hijab)।

আরও পড়ুন:Sujan Chakraborty on PPP Model : স্কুল তুলে শিক্ষালয়ের চেষ্টা মানে শিক্ষাকে বেসরকারির লক্ষণ, তৃণমূলের সমালোচনায় সুজন

এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, তাদের স্কুলে এধরনের ঘটনা এই প্রথম । ঘটনাটি রাজ্য শিক্ষা দফতরেও জানানো হয়েছে । তবে আপাতত ওই শিক্ষিকাকে ১০ দিনের কম্পালসারি ছুটিতে পাঠানো হয়েছে । হাওড়া শিক্ষা দপ্তরের আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই গোটা ঘটনার পর তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন ।

প্রসঙ্গত, কয়েকদিন পূর্বে কর্নাটকের একটি কলেজে হিজাব পরে ঢুকতে বাধা দেওয়ার প্রেক্ষিতে বিতর্কের ঢেউ ওঠে । কর্নাটক হাইকোর্ট অন্তর্বর্তীকালীন রায় দেয় আপাতত রাজ্যের স্কুল, কলেজ চালু হলেও কোনও ধর্মীয় আচার আচরণ বর্জিত থাকবে । সংবিধানের ২৮ নম্বর ধারা যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম ও ধর্মীয় আচরণকে বর্জিত করা রয়েছে ।

Last Updated : Feb 18, 2022, 10:24 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details