পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Parents Agitation in Howrah: স্কুলে ক্লাস না করেই মাইনে পাচ্ছেন তৃণমূল শিক্ষক নেতা, বিক্ষোভ অভিভাবকদের - অভিভাবকদের বিক্ষোভ

দীর্ঘদিন ধরে ক্লাসে অনুপস্থিত ডোমজুড়ের নিবরা কনভার্টেড প্রাথমিক স্কুলের শিক্ষক ধ্রুবজ্যোতি সেন ৷ অভিযোগ, স্কুলে এলেও ক্লাসে যান না ৷ কেবলমাত্র উপস্থিতির খাতায় সই করেই চলে যান ৷ হাওড়া জেলা নমঃশূদ্র-উদ্বাস্তু সেলের সভাপতিও তিনি ৷

Etv Bharat
তৃণমূল শিক্ষক নেতা ধ্রুবজ্যোতি সেন

By

Published : Apr 24, 2023, 10:48 PM IST

হাওড়া, 24 এপ্রিল:"আসি যাই মাইনে পাই" এই প্রবাদ বাক্য অক্ষরে অক্ষরে সত্যি ৷ পেশায় সরকারি স্কুলের প্রাথমিক শিক্ষক হলেও, শিবপুর এলাকার তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলেই পরিচিত ধ্রুবজ্যোতি সেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ দলীয় প্রভাব খাটিয়ে স্কুলে সই করেই তিনি বেরিয়ে যান । স্কুলে ক্লাস করার কোনও প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না এমনটাই অভিযোগ ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবক ও অভিভাবকদের । সোমবার ডোমজুড় ব্লকের নিবরা কনভার্টেড প্রাথমিক স্কুলের শিক্ষক ধ্রুবজ্যোতি সেনকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা ৷

এই স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা 293 জন । পড়ানোর জন্য শিক্ষক ও শিক্ষিকা মিলিয়ে 8 জন । যার মধ্যে ধ্রুবজ্যোতি সেন রয়েছেন । অভিযোগ, ধ্রুবজ্যোতি সেন শাসক দলের নেতা হওয়ার জন্য কোনও ক্লাস নেন না । তিনি রোজ স্কুলে এসে উপস্থিতির খাতায় সই করে চলে যান । অভিভাবকদের প্রশ্ন তৃণমূল কংগ্রেসের নেতা হলেই কি স্কুলের নিয়ম নীতির উর্ধে ওঠা যায় ! এদিন স্কুলের সামনে অশান্তির খবর পেয়ে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ আধিকারিকরা । তাঁরা এসে ওই শিক্ষককে ওই স্থান থেকে নিয়ে চলে যান ।

এই প্রসঙ্গেই স্কুলের এক পড়ুয়ার বাবা ইমাশুল মোল্লা জানান, 2014-15 সালে ধ্রুবজ্যোতি সেন এই স্কুলে শিক্ষিক হিসাবে যোগ দেন । তারপর থেকে তাঁকে স্কুলের পড়ুয়ারা কখনও ওই শিক্ষককে স্কুলে দেখেনি । কয়েকদিন আগে ধ্রুবজ্যোতি সেন জানিয়েছিলেন স্কুল থেকে বাইরের কাজে তাঁকে নিযুক্ত করা হয়েছে । তাই তাঁকে স্কুলে দেখা যায় না । এরপর এই ঈদের আগে হঠাৎ স্কুলে হাজির হন তিনি । বাকি শিক্ষকদের মতো তিনিও নিয়ম মেনে ক্লাস করলে তাঁদের কোনও অসুবিধা নেই এই শিক্ষককে নিয়ে ।

আরও পড়ুন:ছাত্র সংসদে ভোটের দাবিতে প্রেসিডেন্সিতে পড়ুয়াদের বিক্ষোভ

এই প্রসঙ্গেই স্কুলের প্রধান শিক্ষক অমর চট্টোপাধ্যায় মুখ না খুললেও অভিভাবকদের অভিযোগকে সত্যি বলে মেনে নিয়েছেন ৷ তিনি আরও উল্লেখ করেন, আর কিছুদিন পরেই তিনি অবসর গ্রহণ করবেন ৷ তাই এই কয়েকদিন আর কোনও সমস্যায় জড়াতে চান না ৷ তবে ধ্রুবজ্যোতি সেন স্কুলে কেন আসেন না সেটা তাকেই জিজ্ঞাসা করতে তিনি অনুরোধ জানান । তবে যে শিক্ষককে ঘিরে এই অভিযোগ সেই ধ্রুব্যজ্যোতি সেন অবশ্য কোনও মন্তব্য করতে চাননি ৷ যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাওড়া জেলা প্রাথমিক স্কুল দফতর ।

ABOUT THE AUTHOR

...view details