পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তোলা ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে কমিশনারের দ্বারস্থ ট্যাক্সি চালক সংগঠন - কলকাতা পুলিশ কমিশনার

হাওড়া স্টেশন চত্বরে যাত্রীদের প্রাইভেট নম্বরের গাড়িগুলি জোর-জুলুম করে ট্যাক্সি চালকদের যাত্রী হাতিয়ে নিচ্ছে বলে ট্যাক্সি সংগঠনের অভিযোগ । শুধু তাই নয় এই অসাধু চক্র পুলিশের মদতেই দীর্ঘদিন এই ধরণের বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা ।

Hawrah
Hawrah

By

Published : Oct 16, 2020, 5:20 PM IST

হাওড়া, 16 অক্টোবর : পুলিশ কমিশনার অনুজ শর্মার দ্বারস্থ হতে চলেছে AITUC অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি । হাওড়া স্টেশন চত্বরে প্রাইভেট নম্বরের চার চাকা গাড়িগুলো বেআইনিভাবে হলুদ ট্যাক্সির যাত্রী হাতিয়ে নেওয়া ও পুলিশি জুলুমের প্রতিবাদেই পুলিশ কমিশনারের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা ।

হাওড়া স্টেশন চত্বরে যাত্রীদের প্রাইভেট নম্বরের গাড়িগুলি জোর-জুলুম করে ট্যাক্সি চালকদের যাত্রী হাতিয়ে নিচ্ছে বলে ট্যাক্সি সংগঠনের অভিযোগ । শুধু তাই নয় পুলিশের মদতেই দীর্ঘদিন এই ধরণের বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা । সংগঠনের কনভেনার নওয়াল কিশোর শ্রীবাস্তব এ বিষয়ে বলেন যে, "বিষয়টি বিস্তারিত জানিয়ে 10 সেপ্টেম্বর হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলাম । প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছিলাম । কিন্তু প্রায় এক মাস কেটে গেল এখনও পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি । এই সপ্তাহে পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে আমাদের অভিযোগগুলো জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদি এভাবেই ট্যাক্সি চালকদের উপর পুলিশি নির্যাতন ও এই প্রাইভেট গাড়ির চালকদের জুলুম চলতে থাকে তাহলে আগামী মাসে গোলাবাড়ি থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে । তাতেও যদি কোনও কাজ না হয় তাহলে আমরা হাইকোর্টে মামলা দায়ের করতে বাধ্য হব ।"

এপ্রসঙ্গে তিনি আরও বলেন যে, এই জুলুমের বিরোধিতা করার জন্য তাঁদের চারজন চালক নিগৃহীত হয় । গতকাল অর্থাৎ বুধবার গোলাবাড়ি থানায় তাঁরা এ বিষয়ে অভিযোগ দায়ের করেন ।

ABOUT THE AUTHOR

...view details