শ্যামপুর, 2 জুন : হাওড়ার শ্যামপুরের কাটাগাছি মণ্ডলপাড়ায় ছড়াল ট্যারেন্টুলা আতঙ্ক । গ্রামবাসীদের অভিযোগ গত কয়েকদিন ধরে ওই এলাকায় বেশ কয়েকটি বাড়িতে বড় আকারের কালো লোমযুক্ত মাকড়সা দেখা গিয়েছে । এই বিষাক্ত মাকড়সা কয়েকজনকে কামড়েছে বলে জানা গিয়েছে । মাকড়সার কামড়ে একজন যুবকের মাসখানেক আগে মৃত্যু হয়েছে বলে দাবি গ্রামবাসীদের ৷
এরপরে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে । গ্রামবাসীরা প্রথমে নাকোল গ্রাম পঞ্চায়েতে খবর দেয় । সেখান থেকে বনদফতরে খবর দেওয়া হয় । আজ বনদফতরের কর্মীরা ওই গ্রামে গিয়ে প্রায় সাত-আটটি মাকড়সা ধরে সদর দফতরে পাঠিয়েছে । বন দফতরের কর্মীরা ওই মাকড়সা সম্পর্কে বিশেষ কিছু বলতে পারেননি ।