পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্যামপুরে ছড়াল ট্যারেন্টুলা আতঙ্ক - হাওড়ার শ্যামপুরে ছড়াল ট্যারেন্টুলার আতঙ্ক

আজ বনদফতরের কর্মীরা ওই গ্রামে গিয়ে প্রায় সাত-আটটি মাকড়সা ধরে সদর দফতরে পাঠিয়েছে ।

Tarantula panic in Shampur of Howrah
Tarantula panic in Shampur of Howrah

By

Published : Jun 2, 2021, 9:56 PM IST

শ্যামপুর, 2 জুন : হাওড়ার শ্যামপুরের কাটাগাছি মণ্ডলপাড়ায় ছড়াল ট্যারেন্টুলা আতঙ্ক । গ্রামবাসীদের অভিযোগ গত কয়েকদিন ধরে ওই এলাকায় বেশ কয়েকটি বাড়িতে বড় আকারের কালো লোমযুক্ত মাকড়সা দেখা গিয়েছে । এই বিষাক্ত মাকড়সা কয়েকজনকে কামড়েছে বলে জানা গিয়েছে । মাকড়সার কামড়ে একজন যুবকের মাসখানেক আগে মৃত্যু হয়েছে বলে দাবি গ্রামবাসীদের ৷

এরপরে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে । গ্রামবাসীরা প্রথমে নাকোল গ্রাম পঞ্চায়েতে খবর দেয় । সেখান থেকে বনদফতরে খবর দেওয়া হয় । আজ বনদফতরের কর্মীরা ওই গ্রামে গিয়ে প্রায় সাত-আটটি মাকড়সা ধরে সদর দফতরে পাঠিয়েছে । বন দফতরের কর্মীরা ওই মাকড়সা সম্পর্কে বিশেষ কিছু বলতে পারেননি ।

হাওড়ার শ্যামপুরে ছড়াল ট্যারেন্টুলার আতঙ্ক

আরও পড়ুন : করোনায় আঁধার নেমেছে বাড়ি গিয়ে পরিষেবা প্রদানকারীদের জীবনে

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহা বিদ্যালয়ের অ্যাসিস্টেন্ট প্রফেসর ধ্রুব চন্দ্র ঢালি জানান, এই প্রজাতির ট্যারেন্টুলা কিলোগ্রাফিক্স হার্ডউইকি প্রজাতির । এর কামড়ে সাধারণভাবে মানুষ মারা যায় না । তবে হাইপার টেনশন থাকলে মারা যেতে পারে । এদের বিষে মানুষ ভিন্ন অন্য প্রাণীদের মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ।

ABOUT THE AUTHOR

...view details