হাওড়া, 5 জুন : জামাই ষষ্ঠী বলে কথা, বাজারে সব জিনিষের দাম আগুন হলেও কোনও পরোয়া নেই জামাই থেকে শ্বশুরবাড়ির কারও । সকাল থেকে জামাইকে আদর-সম্মানের জন্য শ্বশুরবাড়ির লোকজন হাজির মিষ্টির দোকানে (Sales of sweets have increased in Jamai Shasthi)।
দু'বছর ধরে সেভাবে জমিয়ে জামাই ষষ্ঠী অনেকেই পালন করতে পারেননি । এ বছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় তার প্রভাব পড়েছে মিষ্টির দোকানে । তাই ফি বছরের লাভের অঙ্ক তুলে নিতে জমিয়ে চলছে মিষ্টি বিক্রি ৷ বাঙালি বরাবরই হুজুকে তাও আবার জামাই ষষ্ঠীর মত বিশেষ দিন । রাজভোগ, কেশর ভোগ, কেশর রসগোল্লা, মালাই দই, আমদই, ফুলবেরি দই-সহ নানা ধরনের মিষ্টির পসরা নিয়ে হাজির মিষ্টির দোকানিরা ৷
হাওড়ার বাসিন্দা সৌরজিত রায় জানালেন, গত দু'বছর পর এবারে জামাই ষষ্ঠী হচ্ছে তাঁর শ্বশুরবাড়িতে । তাই পরিবারের সকলের জন্য জামা কাপড় ও মিষ্টি কেনার পর্ব চলেছে । এই বিশেষ দিনটায় সকলের সঙ্গে আনন্দ করে কাটানোর দিন । এটাকে মিস করা ঠিক নয় । অপর এক গৃহিণী স্বর্ণদীপা বিশ্বাস বলেন, "দু'বছর ধরে জামাইরা অপেক্ষা করে রয়েছে । এই বছর জমজমাট করে পালন করা হবে । রকমারি মিষ্টি কিনছেন তিনি ।"
জামাই ষষ্ঠীতে ঝড়ের গতিতে বিকোচ্ছে মিষ্টি আরও পড়ুন :Market Price : অগ্নিমূল্য সবজি থেকে ফল, জামাইবরণে মাথায় হাত গরিব-মধ্যবিত্তের
তবে গত দু'বছরের তুলনায় এ বছর বিক্রি স্বাভাবিকভাবেই বেড়েছে । মিষ্টি দোকানের ব্যবসায়ী দেবব্রত মাইতি জানলেন, গত দু'বছর করোনার জন্য লকডাউন থাকায় ব্যবসা খুব খারাপ ছিল । এই বছরে তাঁরা রকমারি মিষ্টির ব্যবস্থা করেছেন । দশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা দামের বিশেষ মিষ্টি তৈরি করেছেন তাঁরা । লোকেরা তাঁদের সামর্থ্য অনুযায়ী কিনছেন । জামাই ষষ্ঠীতে যে পরিমাণ মিষ্টি বিক্রি হয়েছে তাতে তাঁরা খুশি । বিশেষ করে রবিবার জামাই ষষ্ঠী হওয়ার জন্য মিষ্টির বিক্রি বিশাল পরিমাণে বেড়েছে ।