বেলুড়, 10 জানুয়ারি: 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকী (Swami Vivekananda Birth Anniversary) ৷ এ বছর বেলুড় মঠে (Belur Math) বিশুদ্ধ পঞ্জিকা মতে তাঁর জন্মবার্ষিকী পালিত হবে 14 জানুয়ারি (29 পৌষ) ৷ সোমবার একটি বিজ্ঞতিতে এমনটাই জানান হয়েছে ৷ স্বামীজির 161তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন ও মঠে ৷
14 জানুয়ারি শনিবার ভোর 4:45 মিনিটে স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে তাঁর জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানের শুভারম্ভ হবে । ভোর 4:50 মিনিট থেকে বেদ পাঠ ও স্তবগান হবে । এরপর সকাল 7টায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে স্বামীজির মন্দিরে । ওই মন্দিরেই দুপুর 12টা থেকে হোম অনুষ্ঠান শুরু হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এছাড়াও স্বামীজীর ঘরে ভোর 5টা থেকে 8টা পর্যন্ত চলবে উচ্চাঙ্গ সংগীতের অনুষ্ঠান । তাঁর ঘরেই সকাল 8:05-9:10 মিনিট পর্যন্ত চলবে খেয়ালের অনুষ্ঠান । সকাল 9:20-10:30 মিনিট পর্যন্ত চলবে ধ্রুপদের অনুষ্ঠান । পাশাপাশি সকাল 8-9টা পর্যন্ত সভামণ্ডপে চলবে বিবেকানন্দ গীতি । সকাল 9:05-9:50 মিনিট পর্যন্ত চলবে কঠোপনিষদ পাঠের অনুষ্ঠান । ভক্তিগীতির অনুষ্ঠান চলবে 10টা থেকে 10:50 মিনিট পর্যন্ত । ওই সভা মণ্ডপেই সকাল 11টা থেকে 12:15 মিনিট পর্যন্ত চলবে উচ্চাঙ্গ সংগীতের আসর । দুপুর 12:20 থেকে 1:20 মিনিট পর্যন্ত চলবে গীতি আলেখ্য 'যুগ-নায়ক' অনুষ্ঠান ।
আরও পড়ুন:শ্রী শ্রী মা সারদার 170তম জন্মতিথি, মহাসমারোহে উদযাপন বেলুড় মঠে
পাশাপাশি সভা মণ্ডপে দুপুর 1:20 থেকে 2:45 মিনিট পর্যন্ত চলবে সরোদ বাদনের অনুষ্ঠান । ধর্মসভা অনুষ্ঠিত হবে দুপুর 3টে । বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে প্রসাদ বিতরণের অনুষ্ঠান । বিকেলে স্বামীজির ঘরে হবে সন্ধ্যারতি ও ভজনের অনুষ্ঠান ৷ তার আগে হবে শ্রী রামকৃষ্ণদেবের আরতির । সমস্ত অনুষ্ঠানের আরও বিস্তারিত সূচি কিছুদিনের মধ্যেই প্রকাশিত করা হবে বলে জানানো হয়েছে বেলুড় মঠের পক্ষ থেকে । এছাড়াও সম্পূর্ণ অনুষ্ঠানটি সরাসরি বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রসারিত করা হবে বলে জানা গিয়েছে ৷