পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'বিয়েবাড়িতে ব্যস্ত রানিমা'- মমতাকে কটাক্ষ করে রাজ্যের আলু চাষিদের পাশে শুভেন্দু, দাবি ক্ষতিপূরণের - potato farmers

Suvendu Adhikari: গোটা রাজ্য সরকার বিয়েবাড়িতে ব্যস্ত, রানিমার পরিবারের বিয়ে, তাই কৃষকদের সতর্ক করা হয়নি ৷ মমতাকে কটাক্ষ করে মিগজাউম দুর্যোগে ক্ষতিগ্রস্ত আলু ও ধান চাষিদের ক্ষতিপূরণের দাবি শুভেন্দুর।

Etv Bharat
মমতাকে কটাক্ষ করে রাজ্যের আলু চাষিদের পাশে শুভেন্দু

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 7:07 AM IST

আলু চাষিদের জন্য দাবি ক্ষতিপূরণের

হাওড়া, 9 ডিসেম্বর: অন্ধ্র উপকূলে ঘনীভূত হওয়া প্রাকৃতিক দুর্যোগ মিগজাউমের প্রভাবে রাজ্যে দু'দিন ধরে অকাল বৃষ্টিতে প্রভূত ক্ষতির মুখে পড়েছে রাজ্যের ধান ও আলু চাষিরা। শুক্রবার উলুবেড়িয়াতে বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই ক্ষতির জন্য রাজ্য সরকারকে সরাসরি দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, "প্রাকৃতিক দুর্যোগের জন্য আমি কাউকে দায়ী করব না। যদিও বর্তমানে রাজ্য সরকার রানিমার পারিবারিক বিয়েতে ব্যস্ত। অন্যান্য সময়ে প্রাকৃতিক দুর্যোগের আগে মাইকিং থেকে শুরু করে, সংবাদ মাধ্যম, গণ-মাধ্যমে যেভাবে প্রচার হত, এবারে সেটা করা হয়নি। কৃষকদের পাকা ধানে মই ও আলু চাষিদের আগামী সাতদিন আলুর বীজ না ফেলার জন্য কোনও প্রচার করা হয়নি। সরকারের পক্ষ থেকেও সতর্কতামূলক প্রচার না করে যে কর্তব্যহীনতার পরিচয় আপনারা দিয়েছেন, সেটা ক্ষমার অযোগ্য বলে আমি মনে করি।"

তিনি আরও বলেন, "দুর্ভাগ্যবশত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মতো জায়গায় অসময়ে বৃষ্টি, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমানের জেলাগুলিতে আলু চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ আমি মুখ্য সচিবের কাছে দাবি করেছি প্রতিটি চাষির কতটা ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করতে অবিলম্বে সাইট পরিদর্শন করতে হবে ৷ ঋণের পুনর্মূল্যায়ন এবং পরিশোধের পদ্ধতিতে শিথিলতা প্রদান, খামারিদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে।"

তিনি জানান, আলু চাষিদের পাঞ্জাব থেকে বীজ আলু সরবরাহ করা উচিত ৷ বীজ আলু পশ্চিমবঙ্গ সরকার দ্বারা সরবরাহ করা উচিত ৷ গত কয়েক বছর ধরে আলু তোলার সময় জলেতে তলিয়ে যাচ্ছে ফসল ৷ নয়তো মাটিতে পচে যাচ্ছে ৷ ফলে কৃষকরা আলু বীজ সংরক্ষণ করার সুযোগ হারাচ্ছে ৷ কৃষকদের দুঃখ-দুর্দশা ভিডিয়ো আকারে সরকারের কাছে পেশ করা হবে ৷ রাজ্যের বিরোধী দলনেতা আশা করেছেন, সব কিছু দেখে কৃষকদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details