হাওড়া, 9 সেপ্টেম্বর: শুক্রবারই উপ-নির্বাচনে জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা আসনটি খুইয়েছে বিজেপি ৷ তাদের হারিয়ে জিতেছে তৃণমূল কংগ্রেস ৷ সেই ফল প্রকাশিত হওয়ার 24 ঘণ্টা পর ধূপগুড়ি নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ভোটে জেতার জন্য তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো চাকরির ফর্ম বিলি করে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তুললেন তিনি ৷
জলপাইগুড়ির ওই বিধানসভা আসনে তৃণমূল প্রথমবার জিতেছিল 2016 সালে ৷ কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ওই আসনে তৃণমূলকে হারিয়ে দেয়৷ সম্প্রতি বিজেপির জয়ী বিধায়ক বিষ্ণুপদ রায় মারা যান ৷ তাই ওই কেন্দ্রে গত 5 সেপ্টেম্বর উপ-নির্বাচন হয় ৷ সেই নির্বাচনে হারতে হয়েছে বিজেপি প্রার্থী তাপসী রায়কে ৷ ফলে দু’বছরের মধ্যে ওই আসন পুনরুদ্ধারে সক্ষম হল শাসক দল ৷
শনিবার হাওড়ার সালকিয়া এলাকার বাঁধাঘাটে বিজেপির সভায় উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই সভা থেকেই তিনি ধূপগুড়ির উপ-নির্বাচনের ফল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তিনি বলেন, ‘‘নির্বাচনের আগে তৃণমূল বেকার যুবকদের কাছে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদে, আইসিডিএস, সিভিক ভলান্টিয়ার পদে চাকরি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভুয়ো ফর্ম বিলি করেছে । স্থানীয় যুবকদের মধ্যে তা বিলি করা হয়েছে । আমার কাছে সেই ফর্ম রয়েছে । টিভিতে যে বিশ্লেষকরা বিজেপির হারের কারণ ব্যাখ্যা করছেন, তাঁরা এখনও এটা বলতে পারছেন না ।’’