হাওড়া, 19 অগস্ট: লিলুয়া পুলিশকে দেওয়া কাজের শংসাপত্র নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার নিজের টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে বিঁধে তিনি লেখেন, "মমতার পুলিশ অফিসারদের বাড়িতে মনে হয় আয়না নেই !" পোস্টে তিনি লিলুয়া থানার পুলিশের বিরুদ্ধে লেখেন, "যদি পেশার তাগিদে কেউ অযৌক্তিক কোনও কাজ করে তাহলে সেটা মেনে নেওয়া যায় । হয়তো তারা নির্দেশ না মানলে তাদের বিপদ বাড়তে পারে ৷ তবে সেই কাজ করে আবার নির্লজ্জভাবে এটা নিয়ে বড়াই করাটা অবিশ্বাস্য । গোটা দেশের সবাই জানে কীভাবে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল । এখন মমতা পুলিশ তাদের পিঠ চাপড়াচ্ছেন এবং পঞ্চায়েত নির্বাচনের সময় তাদের অসামান্য পারফরম্যান্সের জন্য প্রশংসাপত্র বিতরণ করছে !!!"
বিরোধী দলনেতা তাঁর পোস্টে দুটি শংসাপত্র তুলে ধরেন ৷ একটি লিলুয়া থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিককে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠির শংসাপত্র ৷ অপরটিতে শুভেন্দু নিজের বক্তব্য উল্লেখ করে লেখেন, "2023 সালের পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আপনি তৃণমূল গুণ্ডাদের 'কারচুপি', 'বুথ দখল' ও 'ছাপ্পা' দিতে সাহায্য করেছেন, সেই পারফরম্যান্সের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই ৷ আপনার এই কাজ তৃণমূলকে ভোটে জিততে সাহায্য করেছে । আমি আশা করছি ভবিষ্যতেও আপনি এই একই স্তরের কাজ বজায় রাখবেন ।" পুলিশ কমিশনারের দেওয়া আসল শংসাপত্রের উপর এটাই লেখা উচিৎ ছিল ৷ এমনটাই দাবি করেন বিরোধী দলনেতা ।