হাওড়া, 31 মার্চ: ঘটনাস্থল হাওড়া শহর ৷ পুলিশ কমিশনারের দফতরের সামনে আঁটোসাটো নিরাপত্তা ৷ ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে কার্যালয়ে ঢোকার রাস্তা ৷ আর সেই ব্যারিকেডের এপারে অপেক্ষারত রাজ্য়ের বিরোধাী দলনেতা ! তাঁর হতে ধরা রয়েছে একটি সিডি ! বিরোধী দলনেতার দাবি, ওই সিডি তিনি পুলিশ কমিশনারের কাছে পৌঁছে দিতে চান ৷ কারণ, "তাঁর সেটা পাওয়া দরকার !" অথচ, ভিতরে ঢুকতে পারছেন না বিরোধী দলনেতা ! এই অবস্থায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন তিনি ! আর তাঁকে ঘিরে ভিড় করে থাকলেন সাংবাদিকরা ৷ প্রায় ঘণ্টাখানেক ধরে চলল টানটান নাটক ! শেষমেশ অবশ্য পুলিশ কমিশনারের কার্যালয়ের ভিতর ঢোকার অনুমতি পান তিনি ৷
হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় গন্ডগোলের জেরে শুক্রবার দিনভর সরগরম থেকেছে রাজ্য রাজনীতি ৷ সেই প্রেক্ষাপটে এদিন হাওড়া সদর হাসপাতালে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবারের ঘটনায় আহতদের বেশ কয়েকজন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ শুভেন্দু তাঁদের সঙ্গে দেখা করেন ৷ তারপর সটান রওনা হন পুলিশ কমিশনারের কার্যালয়ের উদ্দেশে ৷ কিন্তু, প্রাথমিকভাবে সেখানে ঢুকতে পারেননি তিনি ৷ প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর জট কাটে ৷ কার্যালয়ের গেট খুলে শুভেন্দুকে ভিতরে নিয়ে যাওয়া হয় ৷ তবে, পুলিশ কমিশনারের দেখা তিনি পাননি ৷ বদলে তাঁর অফিসের এক আধিকারিককে সংশ্লিষ্ট সিডিটি দিয়ে আসেন শুভেন্দু ৷