হাওড়া, 26 সেপ্টেম্বর: রাজ্যের দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সোমবার গ্রামীণ হাওড়ার যদুবেড়িয়া কিষানমণ্ডি এলাকাতে দীন দয়াল উপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি ৷
সেখান থেকেই মমতাকে আক্রমণ করে শুভেন্দু বলেন, "রাজ্যে বন্দ্যোপাধ্যায় পরিবার-সহ অন্যান্য দুর্নীতিতে ইডির তদন্তে আমি সন্তোষ প্রকাশ করছি । এর মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত হয় যে ইডির উপরে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের কোনও প্রভাব নেই। তদন্ত হচ্ছে আদালতের অধীনে । যদিও আমি মনে করি ইডির একেবারে নীচুতলার আধিকারিকদের তদন্ত নিয়ে আরও যত্নবান হওয়া উচিত । নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের কাজ শেষ করে তথ্য প্রমাণ আদালতের হাতে তুলে দেওয়া উচিত । রাজ্যের দুর্নীতি নিয়ে বিচার ব্যবস্থা যেভাবে এগিয়ে এসেছে, তারাও এর শেষ দেখতে চায় । আদালতের নির্দেশ ও তাদের নজরদারীকে অভিনন্দন জানাচ্ছি ।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেছিলেন যে কংগ্রেস মাওবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে ৷ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করলেন শুভেন্দু । তাঁর কথায়, এটা তো প্রমাণিত ৷ যাদবপুর দেখলেই তো বুঝতে পারা যাচ্ছে ৷ যাদবপুরের ঘটনা থেকে শুরু করে খালিস্তানি জঙ্গি নিয়ে বিরোধী জোট চুপ । কাশ্মীরে সরকারি সম্পত্তি উদ্ধার করা হলে ওই জোটের ওমর আব্দুল্লারা চিৎকার করেন । এদের আচরণই রাষ্ট্রবাদের বিরুদ্ধে ।