আমতা,15 জুলাই:"মমতার কোমরে দড়ি পরাব, মমতার পুলিশ ও বিডিওদেরও ছাড়া হবে না", ঠিক এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী । হাওড়ার আমতায় ক্ষতিগ্রস্ত বিজেপি সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে শুভেন্দু রীতিমতো তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন শনিবার। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জেহাদি' বলতেও কার্পণ্য বোধ করেননি বিধানসভার বিরোধী দলনেতা। শুক্রবার রাতে আমতার জয়পুর এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চলে, ভাঙচুর করা হয় দোকানপাট । এমনকী বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।
শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু । প্রথম থেকেই শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি । তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও তোলেন নন্দীগ্রামের বিধায়ক। আমতার ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেন, "আরও একটা বগটুই-কাণ্ডের ছক ছিল। সেভাবেই আমতায় হামলা চালায় তৃণমূলের কর্মীরা । দোকান-পাট লুঠ করা হয়েছে , জ্বালিয়ে দেওয়া হয়েছে । রীতিমতো তাণ্ডব চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা।"