পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu on Mamata: আমতায় গিয়ে মমতার কোমরে দড়ি পরানোর হুঁশিয়ারি শুভেন্দুর - মমতা ও মমতার পুলিশের

মমতা ও মমতার পুলিশের কোমড়ে দড়ি পরানো হবে । ছাড় পাবেন না বিডিওরা । ঠিক এই ভাষায় শাসকদলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ শুভেন্দুর । হাওড়ার আমতায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে গিয়ে বেপরোয়া মন্তব্য শুভেন্দুর।

Suvendu on Mamata
মমতার কোমড়ে দড়ি পড়াবো

By

Published : Jul 15, 2023, 9:40 PM IST

শুভেন্দুর হুঁশিয়ারি

আমতা,15 জুলাই:"মমতার কোমরে দড়ি পরাব, মমতার পুলিশ ও বিডিওদেরও ছাড়া হবে না", ঠিক এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী । হাওড়ার আমতায় ক্ষতিগ্রস্ত বিজেপি সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে শুভেন্দু রীতিমতো তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন শনিবার। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জেহাদি' বলতেও কার্পণ্য বোধ করেননি বিধানসভার বিরোধী দলনেতা। শুক্রবার রাতে আমতার জয়পুর এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চলে, ভাঙচুর করা হয় দোকানপাট । এমনকী বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।

শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু । প্রথম থেকেই শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি । তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও তোলেন নন্দীগ্রামের বিধায়ক। আমতার ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেন, "আরও একটা বগটুই-কাণ্ডের ছক ছিল। সেভাবেই আমতায় হামলা চালায় তৃণমূলের কর্মীরা । দোকান-পাট লুঠ করা হয়েছে , জ্বালিয়ে দেওয়া হয়েছে । রীতিমতো তাণ্ডব চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা।"

শুভেন্দু অধিকারীকে দেখে এদিন কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন । তাঁদের সাহায্যের আশ্বাস দিয়ে অর্থ-সাহায্যও করেন শুভেন্দু । এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের জন্য জামা-কাপড় সহ বেশ কিছু সামগ্রীও বন্টন করেন শুভেন্দু । তিনি জানান, ক্ষতিগ্রস্তদের নিয়ে তিনি অভিযোগ দায়ের করবেন। ন্যায়-বিচার চাইবেন ।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোট মিটতেই অগস্টে রাজ্যে আসছেন অমিত শাহ

শুক্রবার রাতে পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসার আঁচ গিয়ে পড়ে হাওড়ার আমতায়। অভিযোগ, তৃণমূলের লোকজন এলাকায় এসে তাণ্ডব চালায় । আমতার জয়পুরের ওই এলাকায় বিজেপি সমর্থকদের বাস বলেই জানা গিয়েছে । শুভেন্দুর দাবি, ইচ্ছাকৃত ওই এলাকাকে টার্গেট করেই তৃণমূল হামলা চালায়। পুলিশ ও বিডিওদের মদতেই এই হামলা করার সাহস পেয়েছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচন ঘিরে প্রথম থেকেই শাসক দলকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা । সবমিলিয়ে নতুন করে আমতার হিংসার ঘটনায় ফের তৃণমূলকে নিশানা শুভেন্দুর ।

ABOUT THE AUTHOR

...view details