হাওড়া, 12 জুন:তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতুয়া ঠাকুরবাড়ি যাওয়া নিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছিল রবিরার। তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামাতে যায় পুলিশ। অভিযোগ, সে সময় পুলিশের হাতে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া মহাসঙ্ঘের সভাপতি শান্তনু ঠাকুরকে। মোদি মন্ত্রিসভার এই সদস্য আক্রান্ত হওয়ার ঘটনায় এবার সুর চড়ালেন বিধানসভার বিরোধী দলনতা শুভেন্দু অধিকারী। কার্যত হুমকির সুরে বিজেপি নেতা বলেন, "সাংসদের গায়ে হাত দিলে কী হয়, সেটা এবার আইপিএসরা বুঝতে পারবেন।"
হাওড়ার একটি দলীয় সভা থেকে শুভেন্দু বলেন, "ঠাকুরবাড়ি শান্তনু ঠাকুরের বাড়ির মন্দির । সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করাই অন্যায়।লোকসভার সাংসদের গায়ে হাত দিয়ে খুব বড় ভুল করে ফেলেছেন পুলিশ আধিকারিকরা । এবার লোকসভার অধ্যক্ষর ডেকে পাঠানোর জন্য ওই আধিকারিকদের অপেক্ষা করতে হবে। খুব শীঘ্রই ডাক আসবে।"
এদিনের সভা থেকে শাসক দলকে কটাক্ষ করতেও ছাড়েননি শুভেন্দু ৷ তিনি বলেন, "পুলিশ ছাড়া তৃণমূল কোথায় ? প্রথমে তৃণমূলের নেতারা নবজোয়ারের কথা বললেন। পরে তাঁরাই বললেন, জনজোয়ার । আর এখন বলছেন, চল তিহাড় ।" বিরোধী দলনেতার আরও দাবি, শাসক দলের এই কর্মসূচিতে প্রতিদিন পুলিশি বন্দোবস্তের জন্য রাজ্যের কোষাগার থেকে এক কোটি টাকা খরচ হচ্ছে।