উলুবেড়িয়া, 13 জুন: "আমি ওঁদের আশ্বস্ত করেছি ৷ বলেছি, শীঘ্রই দলীয় কার্যালয়ে গঙ্গাজল নিয়ে পৌঁছে যাব ৷ ওই বদমাইশরা আমাদের কার্যালয়ে যে অপকর্ম করেছে, তা শুদ্ধ করব ৷ আমাদের দলীয় কার্যালয় আমাদের কাছে মন্দিরের মতোই পবিত্র একটি স্থান ৷ যত দ্রুত সম্ভব, আমরা সেটিকে পুনরায় গড়ে তুলব ৷" সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবির সঙ্গে এই মন্তব্য পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷
বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার হাওড়া (Howrah) গ্রামীণ এলাকার মনসাতলায়, বিজেপি-র দলীয় কার্যালয়ে যেতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ কিন্তু, পুলিশ রাধামণি মোড়ে তাঁর গাড়ি আটকে দেয়। দীর্ঘ দেড় ঘণ্টা সেখানেই দাঁড়িয়ে থাকার পর কলকাতা ফিরে যান শুভেন্দু ৷ কলকাতায় ফেরার পথে উলুবেড়িয়া হয়ে যান তিনি ৷ হাওড়ার উলুবেড়িয়া উড়ালপুল দিয়ে যাওয়ার সময় গাড়ি থামান বিজেপি নেতা ৷ উড়ালপুলের উপর থেকেই নীচে, রাস্তায় দাঁড়িয়ে থাকা দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন শুভেন্দু ৷ দলীয় কর্মীরা তাঁকে বলেন, একবার অন্তত এলাকায় যেতে ৷ শুভেন্দু বোঝান, ওই মুহূর্তে তাঁর পক্ষে এলাকায় ঢোকা সম্ভব না হলেও রাজ্যের পুলিশ বা প্রশাসন এভাবে তাঁকে 'আটকাতে পারবে না' ৷