হাওড়া, 6 নভেম্বর:মুর্শিদাবাদ জেলার করিমপুর নিবাসীদের জন্য আনন্দের খবর শোনাল পূর্ব রেল ৷ স্বাধীনতার 76 বছর পর প্রথমবার কৃষ্ণনগর-করিমপুর পর্যন্ত নতুন রেল প্রকল্প তৈরির ভাবনাচিন্তা শুরু করেছে রেলমন্ত্রক ৷ এর জন্য সমীক্ষার কাজ চালানোর অনুমোদন দিয়েছে রেলবোর্ড ৷
ব্রিটিশ ভারতে তৎকালীন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ করিমপুর হয়ে কৃষ্ণনগর-বহরমপুর রেললাইনের জন্য একটি সমীক্ষা চালিয়েছিল ৷ কিন্তু, তখন সেই কাজ বেশি দূর এগোয়নি ৷ তবে, সেই রেলপথ সংযোগের উদ্যোগে স্বাধীন ভারতের সরকারের সাড়া দিতে প্রায় এক শতাব্দী সময় পেরিয়ে গেল ৷ দীর্ঘ এতগুলি বছর ধরে মুর্শিদাবাদের করিমপুর রেলওয়ে নেটওয়ার্কের বাইরেই থেকে গিয়েছে ৷ এই অঞ্চলে রেল পরিষেবা বলতে কেবলমাত্র লালগোলা ৷ যা ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে মুর্শিদাবাদের এক কোণে অবস্থিত ৷
দীর্ঘদিনের দাবি ও আবেদনের পর, এতদিনে রেলবোর্ড করিমপুরের মানুষের জন্য একটি দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করেছে ৷ করিমপুর এলাকার সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের সুবিধার্থে, কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত নতুন লাইন চালু করার পরিকল্পনা করছে ৷ দীর্ঘ 80 কিলোমিটার এই রেললাইনের কাজ শুরু করার আগে জমি এবং আশেপাশের সুযোগ-সুবিধাগুলি যাচাই করতে সমীক্ষার কাজের অনুমোদন দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন:নিউ জলপাইগুড়ি স্টেশনে কাজ চলায় বিঘ্নিত রেল পরিষেবা, বাতিল একাধিক ট্রেন