হাওড়া, 27 সেপ্টেম্বর: অপরাধীরা যাতে ইডি ও সিবিআই-এর হাত ধরা না পড়ে, সে জন্যই রাজ্য সরকার সিআইডি-কে দিয়ে তড়িঘড়ি তদন্ত করাচ্ছে ৷ রাজ্যে কয়লা পাচার কাণ্ডে (Coal scam case) সিআইডির তৎপরতা নিয়ে এ ভাবের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷
আজ হাওড়ার শিয়ালডাঙা এলাকার ইচ্ছাপুরে দলীয় কর্মসূচিতে এসে রাজ্য সরকারকে একহাত নেন সুকান্ত মজুমদার । তিনি বলেন, "রাজ্যে কয়লা ও অন্যান্য দুর্নীতিতে অভিযুক্তরা যাতে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই-এর হাতে ধরা না পড়ে, সে জন্যই রাজ্য সরকার সিআইডি দিয়ে তদন্ত শুরু করেছে । সবাই যদি কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হয়, তাহলে সরকার কে চালাবে ?"
তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ইডি ও সিবিআই নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে । তবে বাতানুকূল গাড়িতে কেন তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে, এই প্রসঙ্গে সুকান্ত বলেছেন, বিষয়টি আদালতের বিচারাধীন । তাঁরাই এটা দেখবেন ।