হাওড়া, 2 এপ্রিল: রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ সিআইডিকে ঘেয়ো কুকুর বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শিবপুর সংঘর্ষ কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য় সরকার ৷ এরপরই রবিবার শিবপুরের ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি ৷ সেখানে গিয়েই c৷
এদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন, "শিবপুর কাণ্ডে সিআইডি কেমন তদন্ত করবে সেটা জানা আছে। সিআইডি আসলে মুখ্যমন্ত্রীর পোষা কুকুর। তিনি বললে ঘেউ ঘেউ করে, না বললে করে না।" পাশাপাশি সুকান্ত স্মরণ করিয়ে দিয়েছেন, রাজ্যের শাসক দলের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের হত্যাকাণ্ডের তদন্ত 2018 সাল থেকে করছে সিআইডি। কিন্তু এখনও পর্যন্ত সেই তদন্ত শেষ করতে পারেনি। তিনি বলেন, "আসলে দিদি যা বলেন, ওরা তাই করে।"
রাজ্য় বিজেপির অভিযোগ, শিবপুর কাণ্ডের তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য এবং যাতে কোনও কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে না এসে যায় তাই তড়িঘড়ি সিআইডিকে এই ঘটনার তদন্তভার দেওয়ার হয়েছে। তিনি দাবি করেছেন, ওখানে কর্তব্যরত পুলিশদের সরিয়ে দিলেই আসল চেহারা প্রকাশ পেয়ে যাবে ৷ তাঁর আরও অভিযোগ, "ঘটনার দিন যে হার্মাদরা ঢুকে হামলা চালিয়েছিল পরের দিনও পুলিশ নিষ্ক্রিয়ভাবে উপস্থিত থেকে পরোক্ষে সেই হার্মাদদেরকেই হামলা করতে দেয়।" তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "মিছিলে অংশগ্রহণকারীদের পুলিশ শাসাচ্ছে। মানুষ কি মমতা বন্দোপাধ্যায় ও পুলিশের কথা শুনে রামনবমীর মিছিলে অংশ নেওয়া বন্ধ করবে ?"