হাওড়া, 19 অক্টোবর:পুজোর মুখে চার শতাংশ ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৷ বুধবার এমনটাই ঘোষণা করা হয়েছে মোদি সরকারের তরফে ৷ আর এই ঘোষণার পরই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এমনকী রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা পাওয়ার জন্য কী করতে হবে, তা নিয়ে পরামর্শও দেন । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন, ডিএর জন্য ঘেউ ঘেউ করবেন না । তাই আর ডিএর জন্য শুধু ঘেউ ঘেউ করলে হবে না ৷ এবার কামড়াতে হবে ৷ তবে ডিএ দেবে রাজ্য সরকার ৷"
বুধবার হাওড়ায় এপিজে মেমোরিয়াল দুর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন তিনি ৷ সেখানেই একাধিক বিষয় নিয়ে মমতা সরকারকে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি । বাসন্তীতে দুই মহিলাদের দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে ৷ এ বিষয়ে রাজ্যকে একহাত নেন সুকান্ত ৷ তিনি বলেন, "আমরা এগিয়ে বাংলা ৷ শুধু মুখে এগিয়ে বাংলা বলব ৷ আর কোনও কিছুতে এগিয়ে থাকব না ৷ এই রাজ্য নারী পাচারে এক নম্বর । কামদুনির মামলায় দশবার মুখ্যমন্ত্রী আইনজীবী বদল করেছেন । নিম্ন আদালতে যাদের ফাঁসির সাজা হয়েছিল তারা বেকসুর খালাস পেয়েছে । বিচারব্যবস্থায় এরকম রায় এলে কে ভয় করবে ।"