হাওড়া, 21 জুলাই: হাওড়াতে বিষমদকাণ্ডে অভিযুক্তকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের । বিষ মদকাণ্ডের প্রধান মাথা প্রতাপ কর্মকারকে বুধবার গোলাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে হাওড়া আদালতে তোলা হয় । বিচারক তাঁকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।
ধৃতের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 271,273, 304, 120বি, 46এএ ধারাতে মামলা রুজু করেছে মালি পাঁচঘড়া থানার পুলিশ । প্রসঙ্গত বুধবার হাওড়ার মালি পাঁচ ঘড়া থানার অন্তর্গত ঘুশুড়ি এলাকার গজানন্দ বস্তিতে বিষমদ খেয়ে মৃত্যু হয় 10 জনের ৷ অসুস্থ হন তিরিশ জন ৷ অসুস্থদের মধ্যে অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন ।