হাওড়া, 31 অক্টোবর: গুজরাতে ছটপুজোর সন্ধেয় মোরবি ঝুলন্ত সেতু (Gujarat Disaster) ভেঙে শতাধিক মানুষের প্রাণ গিয়েছে । তারপর থেকেই বিজেপিকে বিদ্ধ করে একের পর এক মন্তব্য আসছে শাসকদলের পক্ষ থেকে । সেই মন্তব্যর পালটা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আজ হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকায় ভারত মাতার পুজোর অনুষ্ঠানে গিয়ে এই নিয়ে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি । টেনে আনেন পোস্তা সেতু ভেঙে পড়ার প্রসঙ্গ (Sukanta Slams TMC)৷
সোমবার সুকান্ত মজুমদার শাসকদলের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, "নির্মীয়মাণ পোস্তা ব্রিজ ভেঙে (Posta Bridge Collapse) পড়ার পর ছয় বছর কেটে গিয়েছে ৷ এখনও রাজ্যের সরকার অপরাধীদের গ্রেফতার করতে ও কাউকে শাস্তি দিতে পারল না । আমরি হাসপাতালে রোগীরা জীবন্ত দগ্ধ হলেন, কোনও অপরাধী সামনে এল না ।" গুজরাতে ব্রিজ ভাঙার ঘটনায় তিনি জানান, ঝুলন্ত সেতুতে এত বেশি সংখ্যক মানুষকে কীভাবে উঠতে দেওয়া হল, সে বিষয়ে তদন্ত অবশ্যই হবে । আর এই ঘটনায় দোষীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে দাবি করেন তিনি ।
সোমবার সেতু ভেঙে পড়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন, তার সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তৃণমূল নেতাকে কটাক্ষ করে তিনি বলেন, "এই ধরনের নিম্ন রুচির মন্তব্য বাচাল ঘোষ ও তৃণমূল কংগ্রেসই করতে পারে ।"