পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: 'দিল্লিতে ধরনার মাধ্যমে বাংলার বেকারদের কর্মসংস্থান হবে' মমতাকে খোঁচা সুকান্তর - মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে 2 এবং 3 অক্টোবর ধরনায় বসতে চলছে তৃণমূল ৷ সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 3:30 PM IST

মমতাকে আক্রমণ সুকান্তর

পাঁচলা(হাওড়া), 7 সেপ্টেম্বর:পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেন, "বাংলাতে কর্মসংস্থান নেই এটা সকলে জেনে গিয়েছে । তাই দিল্লিতে যদি তৃণমূল ধরনাতে বসে তাহলে রাজ্যের কিছু বেকার যুবকদের কর্মসংস্থান হবে ।"

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী 2 এবং 3 অক্টোবর দিল্লিতে ধরনায় বসতে চলছে তৃণমূল ৷ তার জন্য দিল্লি পুলিশকে একটি চিঠি লিখেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ তিনি দিল্লির 3টি জায়গায় বিক্ষোভ করার অনুমতি চেয়ে এই চিঠি লেখেন ৷ সেই পরিপ্রেক্ষিতেই কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন ৷

বৃহস্পতিবার হাওড়ার পাঁচলাতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি ৷ এই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শেনে সুকান্ত মজুমদার বলেন, "গোয়াতে 500 টাকা রোজে বাংলা থেকে লোক নিয়ে তিনি গিয়েছিলেন । এবার দিল্লি গেলে কিছু বেকার যুবক কয়েকদিন 700-1000 টাকা পাবে । এতে তাদের রোজগার হবে । সারাদিন খাওয়াদাওয়া পাবে । এর আগেও বাংলা থেকে বেকার যুবকেরা কর্মসংস্থান পেতে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছে । বিভিন্ন দুর্ঘটনাতে কয়েকজনের মৃত্যুও হয়েছে ।"

আরও পড়ুন:দিল্লিতে মমতা-অভিষেকের ধরনা কর্মসূচির অনুমতি দিল না অমিত শাহের পুলিশ

সুকান্তের কথায়, মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে ত্রাণ দিয়ে রাখতে চান ৷ পরিত্রাণ দিতে চান না ৷ আর বিজেপি পরিত্রাণ দিতে চায় মানুষকে ৷ পাশাপাশি নরেন্দ্র মোদি সরকার আসার পর বিরোধীদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে বলেও দাবি করেন সুকান্ত মজুমদার । তাঁর বক্তব্য, কবির কথায় মিলাবে মিলাবে, দেবে আর নেবে, এই তত্ত্বেই বিশ্বাসী বিরোধীরা । তাই ঝালদার আসন তৃণমূলকে ছেড়ে দিয়ে অধীর চৌধুরী নিজের আসন বাঁচাবেন । নিজেদের বন্ধ ব্যবসা চালু করতে মোদি হাটাও অভিযান শুরু করেছে ৷ যেখানে ভারতের অগ্রগতিতে বিশ্বের সব দেশ ভারতের দিকে তাকিয়ে রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details