পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের ঘেরাটোপ ছেড়ে বেরোলে তখন বোঝা যাবে, অভিষেককে কটাক্ষ সুজনের - যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়

হাড়োয়ায় বাবু মাস্টারের উপরে হামলার প্রসঙ্গ নিয়েও কথা বলেন সুজন চক্রবর্তী ৷ বলেন, ‘‘ একসময় শাসকদলের মদত পুষ্ট এই ক্রিমিনাল পুলিশকে সঙ্গে নিয়ে মস্তানি করত। আর এখন বেসুরো হওয়াতে তার উপর হামলা হচ্ছে ।’’

অভিষেককে কটাক্ষ সুজনের
অভিষেককে কটাক্ষ সুজনের

By

Published : Feb 14, 2021, 10:21 PM IST

হাওড়া, 14 ফেব্রুয়ারি : ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা রাজ্যের বিরোধী দল সিপিআইএমের ৷ এবার অভিষেককে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ আজ হাওড়ায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন সুজনবাবু ৷ সেখানেই অভিষেককে কটাক্ষ করেন বিধানসভায় বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী ।

গতকাল দক্ষিণ 24 পরগনার জনসভা থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে 250 টি আসন পাওয়ার কথা বলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেকের এই চ্যালেঞ্জ নিয়ে সুজন চক্রবর্তী বলেন, ‘‘পুলিশের ঘেরাটোপ ছেড়ে বেরিয়ে আসুক অভিষেক তখন বোঝা যাবে ।’’

পাশাপাশি সদ্য রাজ্যসভা থেকে পদত্যাগ করা দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে সুজনবাবু বলেন, ‘‘ তিনি এক দমবন্ধকর পরিবেশ থেকে আর এক দমবন্ধকর জায়গায় যেতে চাইছেন । ভালো করে শ্বাস নিতে খোলা হওয়ায় মানুষের সঙ্গে থাকতে হয় ।’’ তিনি দাবি করেন, শাসক দলের বিদায় ঘণ্টা বেজে গেছে । এখন ক্ষমতার দম্ভ চলছে । প্রতিবাদ করলেই পুলিশ দিয়ে নির্বিচারে মারধোর করছে । এর প্রমাণ নবান্ন অভিযানের ঘটনা ।

হাওড়ায় অভিষেককে কটাক্ষ সুজনের

আরও পড়ুন : পদ্ম-ঘাসফুলের লড়াইয়ে আজ সুজাতা-সৌমিত্রর গোলাপে শুধুই কাঁটা

গতকাল রাতে হাড়োয়ায় বাবু মাস্টারের উপরে হামলার প্রসঙ্গ নিয়েও কথা বলেন সুজন চক্রবর্তী ৷ বলেন, ‘‘ একসময় শাসক দলের মদত পুষ্ট এই ক্রিমিনাল পুলিশকে সঙ্গে নিয়ে মস্তানি করত। আর এখন বেসুরো হওয়াতে তার উপর হামলা হচ্ছে ।’’

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details