হাওড়া ,22 ফেব্রুয়ারি : জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক ৷ আগের পরীক্ষাগুলি ঠিকভাবেই দিয়েছিল ৷ কিন্তু আজ ইতিহাস পরীক্ষা দেওয়ার আগে অসুস্থ হয়ে পড়ে হাওড়ার সুহাসপল্লি, জগাছা এলাকার জিৎ চৌধুরি ৷ তবে নিজের স্কুল আন্দুল কুণ্ডু চৌধুরি ইনস্টিটিশনের তৎপরতায় পরীক্ষা দিতে পারল সে ৷ হাসপাতালে বসেই পরীক্ষা দিল সে ৷
পরীক্ষার আগে অসুস্থ, হাসপাতালে বসে মাধ্যমিক দিল পরীক্ষার্থী - হাওড়ার ছাত্র
আজ ছিল ইতিহাস পরীক্ষা ৷ কিন্তু, পরীক্ষা শুরুর আগে অসুস্থ হয়ে পড়ে জিৎ চৌধুরি ৷ বোর্ডের অনুমতি নিয়ে হাসপাতালে বসে পরীক্ষা দিল সে ৷
গতকাল অসুস্থ হয়ে পড়ে জিৎ । পরিবারের তরফে গতরাতে চুনাভাটির এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । পরিবার ও স্কুলের তরফ থেকে মধ্যশিক্ষা পর্যদে আবেদন করা হয় জিৎকে যেন হাসপাতাল থেকেই পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয় ৷ মধ্যশিক্ষা পর্যদের তরফে এই আবেদন মঞ্জুর করা হয় ৷ সেই মতো আজ হাসপাতাল থেকে পরীক্ষা দেয় জিৎ ৷
আন্দুলের কুণ্ডু চৌধুরি ইনস্টিটিশনের প্রধান শিক্ষক বলাই চন্দ্র ভক্ত জিৎকে হাসপাতালে পরীক্ষা দিতে অনুমতি দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্য়বাদ জানিয়েছেন ৷