হাওড়া, 12 অগস্ট: ফের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার (Student Dies in Accident)। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে হাওড়ার লিলুয়ার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের জগন্নাথ মন্দির এলাকায় । মৃতা ছাত্রীর নাম সিদ্ধি শ্রীবাস্তব (10) । ওই ছাত্রী হাওড়ার অগ্রসেন বালিকা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত বলেই পুলিশ সূত্রে খবর । মৃতা ছাত্রীর বাবা মনোজ কুমার শ্রীবাস্তব ।
হাওড়ার লিলুয়া এলাকার 9 নম্বর কুন্দন লেনের 302 নম্বর ফ্ল্যাটের বাসিন্দা ছিল সিদ্ধি । রোজদিনের মতোই স্কুল ছুটির পর ভ্যান গাড়িতে করে বাড়ি আসত সে । বৃহস্পতিবার তাঁকে বাড়ির একটু আগে নামিয়ে দেয় স্কুল ফেরৎ ভ্যান চালক । সিদ্ধি রাস্তার ধার ধরে হেঁটে বাড়ি ফিরছিল । আচমকা একটি ছোট লরি এসে তাঁকে ধাক্কা দেয় । ধাক্কার জেরে সে মাটিতে পড়ে যায় । তার পায়ের হাড় ভেঙে যায় ও তার মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে । এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ৷ ঘটনার পরেই গাড়ি ফেলে রেখে গাড়ির চালক ও খালাসি পালিয়ে যায় ৷ সিদ্ধির মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এলাকায় ৷
স্কুল থেকে ফেরার গতির বলি ছাত্রী আরও পড়ুন:বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 9 অটোযাত্রীর
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় নো এন্ট্রি চলাকালীন এই লরি ও ছোট হাতি গাড়িগুলো এই রাস্তায় ঢুকে পড়ে । সতর্কতা নিয়ে চলাচল করলে এই ধরণের দুর্ঘটনা ঘটে না । এক্ষেত্রে গাড়ি চালক ও ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ-কর্মীদের দিকেই অভিযোগের আঙুল তোলেন তাঁরা ।
স্থানীয় বাসিন্দা সঞ্জয় দত্ত রায় অভিযোগ করেন, নো এন্ট্রি চলাকালীন ওভারলোডিং গাড়িগুলো মূল রাস্তা ছেড়ে পাড়ার ভেতরের রাস্তা ধরে । একে পাড়ার রাস্তাতে টোটো, অটোর দাপটে হাঁটবার জো নেই । এর মধ্যে এই গাড়িগুলো ঢুকে পড়লে পথ চলার জায়গা থাকে না। বাচ্চাটি তার বাড়িতে ঢুকতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। পাশাপাশি তিনি দাবি করেন পুলিশ প্রশাসন আরও সতর্ক ও সজাগ হলে এই ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে ।
আরও পড়ুন:দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস, আহত 40
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ । তারা সিদ্ধির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় । পাশাপাশি ওই ঘাতক গাড়িটিকেও আটক করা হয় । গাড়ির নম্বর প্লেটের সাহায্যে গাড়ির মালিককে খুঁজে বের করার কাজ শুরু করেছে লিলুয়া থানার পুলিশ । চালক ও খালাসির খোঁজ পাওয়ার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হবে বলেই লিলুয়া থানা সূত্রে খবর । এই দুর্ঘটনায় নির্দিষ্ট আইনের ধারায় মামলা রুজু করেছে লিলুয়া থানার পুলিশ ।
প্রসঙ্গত, গত সপ্তাহতেই লিলুয়া থানা এলাকাতেই অপর এক ছাত্রীর মৃত্যু হয় লরিতে পিষ্ট হয়ে । বারবার একই ধরণের দুর্ঘটনার জন্য স্থানীয় মানুষ পুলিশ ও প্রশাসনের গা ছাড়া মনোভাবকেই দায়ী করছেন ।