হাওড়া , 7 মার্চ : হকারদের বচসার মাঝে ট্রেনের কামরা থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের । নাম শুভ্রজ্যোতি পাল (20) । কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
হকারদের হাতাহাতির মাঝে ট্রেন থেকে পড়ে মৃত্যু কলেজ পড়ুয়ার , গ্রেপ্তার 2 - ট্রেন থেকে পড়ে মৃত্যু কলেজ পড়ুয়ার
ট্রেন থেকে পড়ে মৃত্যু হল বঙ্গবাসী কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র শুভ্রজ্যোতি পালের । জানা গেছে , হকারদের বচসার জন্য ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় তাঁর ।
বঙ্গবাসী কলেজের বিজ্ঞান বিভাগের ফার্স্ট ইয়ারের ছাত্র শুভ্রজ্যোতি পাল । ইচ্ছা ছিল চিকিৎসক হওয়ার । সেইমতো ট্রেনিং নিচ্ছিলেন। বাড়ি নলহাটিতে । গতকাল 3.25 মিনিটে হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন । সেইসময় ওই ট্রেনের কামরায় হকারদের মধ্যে বিক্রির জিনিস রাখাকে কেন্দ্র করে বচসা ও হাতাহাতি শুরু হয় । তখন শুভ্রজ্যোতি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়েছিলেন । ঝামেলার সময় এক হকার না দেখেই আচমকা ট্রেনের দরজা বন্ধ করে দিলে ট্রেন থেকে পড়ে যান ওই যুবক । মৃত্যু হয় তাঁর । বালি ও উত্তরপাড়া স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে । আজ দুপুরে ব্যান্ডেল স্টেশন থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে বেলুড় রেলপুলিশ । তাদের মধ্যে একজনের নাম চন্দন কুণ্ড ও অন্যজন বাপন রায় ।
তাদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক সাতদিন জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।