পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিবপুরে ব্যবসায়ীকে মারধর, ছিনতাইয়ের ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা - still miscreants are not arrested in Shalimar

শিবপুরে ব্যবসায়ীকে মারধর ৷ টাকা ছিনতাই ৷ পুলিশে অভিযোগ জানানো হলেও এখনও অধরা দুই দুষ্কৃতী ৷

শিবপুরে ব্যবসায়ীকে মারধর

By

Published : Aug 20, 2019, 6:17 PM IST

শিবপুর, 20 অগাস্ট : দোকানে ঢুকে ছিনতাইয়ের চেষ্টা ৷ বাধা দিলে ব্যবসায়ীকে মারধর ৷ থানায় অভিযোগ জানালে ফের ওই ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ৷ যদিও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি ৷ হাওড়ার শিবপুরের শালিমারের ঘটনা ৷

আক্রান্ত ব্যবসায়ীর নাম মহম্মদ নাদিম (60) ৷ 17 তারিখ রাতে নিজের টায়ার সারাইয়ের দোকানে কাজ করছিলেন তিনি ৷ অভিযোগ, এলাকার দুই দুষ্কৃতী রঞ্জিত ও টুনু সে সময় তাঁর দোকানে ঢোকে ৷ ছিনতাইয়ের চেষ্টা করে ৷ নাদিম বাধা দিলে তাঁকে মারধর করে ৷ এরপর শিবপুর থানায় অভিযোগ জানান তিনি ৷ থানা থেকে ফেরার পর ফের নাদিমের উপর হামলা হয় বলে অভিযোগ ৷ প্রায় 10 হাজার টাকা লুঠ করা হয় বলেও অভিযোগ৷ জখম নাদিমের চিকিৎসা চলছে ৷

শিবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ৷ বাড়ির বাইরে যেতে পাচ্ছেন না নাদিমের পরিবারের সদস্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details