পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের মুখে হাওড়া পৌরনিগম থেকে কি বাদ পড়ছে বালি ? - বালির খবর

শোনা যাচ্ছে, হাওড়া পৌরনিগম থেকে বাদ পড়তে চলছে বালি । ফের পৃথক বালি পৌরসভা গঠিত হলে কতটা উপকৃত হবেন এলাকাবাসীরা ?

Howrah Municipal Corporation
ফাইল ছবি

By

Published : Jan 23, 2021, 9:11 PM IST

Updated : Jan 23, 2021, 10:52 PM IST

বালি, 23 জানুয়ারি : 2011 সালে বাংলার মসনদে তৃণমূলের সরকার তৈরি হওয়ার কয়েক বছর পরই 2015 সালে হাওড়া পৌরনিগমের সঙ্গে সংযুক্ত হয়েছিল সাবেক বালি পৌরসভা । এই নিয়ে সে সময় বালিবাসীর মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল । 5 বছর পর আবার হাওড়া পৌরনিগম থেকে পৃথক হচ্ছে বালি পৌরসভা । নবান্ন সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে ।

পৌরনিগমের সূত্র মারফৎ জানা যাচ্ছে, ইতিমধ্যেই নতুন পৌরসভা তৈরির তোড়জোড়ও শুরু হয়েছে রাজ্য পৌর দপ্তরে । শীঘ্রই আসতে চলেছে এই সংক্রান্ত বিল । বিল বিধানসভাতে পাশ হলেই শুরু হবে এই সংক্রান্ত কাজ।

রাজ্যে জোড়াফুল শিবির ক্ষমতায় আসার পর হাওড়া পৌরনিগমের সঙ্গে সংযুক্ত হয়েছিল 132 বছরের পুরনো বালি পৌরসভা । সংযুক্তির ফলে বালি পৌরসভার ওয়ার্ড 35 টি থেকে কমে হয় 16 টি । ওই 16 টি আসনে উপনির্বাচন হয় এবং প্রতিটিতেই জয়ী হন ঘাসফুল প্রার্থীরা । স্থানীয় সূত্রে খবর, সংযুক্তি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল বালি পৌরসভার বাসিন্দাদের একাংশের মধ্যে।

হাওড়া পৌরনিগম থেকে বালি পৃথক হলে কতটা উপকৃত হবেন এলাকাবাসীরা ?

আরও পড়ুন : ফের হাওড়া পৌরনিগমে প্রশাসক বদল

হাওড়া পৌরনিগমের সঙ্গে বালির সংযুক্তির পর প্রশাসনিক কাজ পরিচালনার জন্য বালি পৌরসভার সাবেক ভবনটি ব্যবহৃত হলেও এলাকাবাসীকে বিভিন্ন কাজের জন্য হাওড়া পৌরনিগমের মূল দপ্তরের উপরই নির্ভর করে থাকতে হত । এবার বালি স্বাতন্ত্র ফিরে পেলে সেই সমস্যা অনেকাংশেই মিটবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

যদিও পৌরনিগম সূত্রে জানা যাচ্ছে, এখনও নির্দেশিকা এসে না পৌঁছানোয় এখনও বিস্তারিতভাবে জানানো সম্ভব নয় । তবে নতুন নির্দেশিকা অনুযায়ী হাওড়া পৌরনিগম থেকে পৃথক হয়ে বালি পৌরসভা হলে, কতগুলি ওয়ার্ড বালি পৌরসভার হাতে থাকবে আর কতগুলি হাওড়া পৌর নিগমেথাকবে সে বিষয়ে এখনই বিস্তারিত তথ্য প্রশাসনের তরফে জানানো হয়নি ।

Last Updated : Jan 23, 2021, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details