বালি, 23 জানুয়ারি : 2011 সালে বাংলার মসনদে তৃণমূলের সরকার তৈরি হওয়ার কয়েক বছর পরই 2015 সালে হাওড়া পৌরনিগমের সঙ্গে সংযুক্ত হয়েছিল সাবেক বালি পৌরসভা । এই নিয়ে সে সময় বালিবাসীর মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল । 5 বছর পর আবার হাওড়া পৌরনিগম থেকে পৃথক হচ্ছে বালি পৌরসভা । নবান্ন সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে ।
পৌরনিগমের সূত্র মারফৎ জানা যাচ্ছে, ইতিমধ্যেই নতুন পৌরসভা তৈরির তোড়জোড়ও শুরু হয়েছে রাজ্য পৌর দপ্তরে । শীঘ্রই আসতে চলেছে এই সংক্রান্ত বিল । বিল বিধানসভাতে পাশ হলেই শুরু হবে এই সংক্রান্ত কাজ।
রাজ্যে জোড়াফুল শিবির ক্ষমতায় আসার পর হাওড়া পৌরনিগমের সঙ্গে সংযুক্ত হয়েছিল 132 বছরের পুরনো বালি পৌরসভা । সংযুক্তির ফলে বালি পৌরসভার ওয়ার্ড 35 টি থেকে কমে হয় 16 টি । ওই 16 টি আসনে উপনির্বাচন হয় এবং প্রতিটিতেই জয়ী হন ঘাসফুল প্রার্থীরা । স্থানীয় সূত্রে খবর, সংযুক্তি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল বালি পৌরসভার বাসিন্দাদের একাংশের মধ্যে।