পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Services During HS EXam : উচ্চমাধ্যমিকের সময় অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে ট্রেন, ঘোষণা পূর্ব রেলের - HS Examination 2022

আগামী 2 এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (HS Examination 2022) ৷ পরীক্ষার 11 দিন ধরে চলবে এই অতিরিক্ত এই পরিষেবা দেবে রেল ৷

Train Services During HS
উচ্চমাধ্যমিকের সময় অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে ট্রেন

By

Published : Mar 25, 2022, 2:19 PM IST

কলকাতা, 25 মার্চ: আগামী 2 এপ্রিল থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Examination 2022) ৷ পরীক্ষার্থীদের সুবিধার্থে বেশ কিছু স্টেশনে লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল (local train service) ৷ শুক্রবার পূর্ব রেলের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার কদিন সকাল 8 টা থেকে 10টা পর্যন্ত এবং দুপুর 1টা 15 মিনিট থেকে 3টে 15 মিনিট পর্যন্ত শিয়ালদা-রানাঘাট রুটের পলতা, জগদ্দল,কাঁকিনাড়া এবং পায়ারাডাঙ্গা স্টেশনে লোকাল ট্রেন দাঁড়াবে । এছাড়া বারাসত-বনগাঁ রুটে সংহতি স্টেশনে ট্রেন দাঁড়াবে ।

নির্দেশিকা অনুয়ায়ী, 2, 4, 5, 6, 8, 9, 11, 13, 18, 25 ও 26 এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষার এই 11দিন নিম্নলিখিত লোকাল ট্রেনগুলো নির্দিষ্ট কয়েকটি অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে । 31819 শিয়ালদা – কৃষ্ণনগর সিটি লোকাল পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়ারাডাঙ্গা স্টেশনে দাঁড়াবে । যথাক্রমে সকাল 8টা 23 মিনিট, 8টা 32 মিনিট, 8টা 43 মিনিট এবং 9টা 29 মিনিটে এই স্টেশনগুলিতে এই ট্রেন দাঁড়াবে ৷ 31111 শিয়ালদা–কাটোয়া লোকাল জগদ্দল এবং কাঁকিনাড়া স্টেশনে সকাল 8টা 57 মিনিটে ও সকাল 9টার সময় দাঁড়াবে ৷ 04140 রানাঘাট–শিয়ালদা লোকাল কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশন থেকে যথাক্রমে সকাল 8টা 15 মিনিট, 8টা 18 মিনিট ও 8টা 28 মিনিটে ছাড়বে ৷

আরও পড়ুন : বদলাল উচ্চমাধ্যমিকের সূচি, 6 থেকে 15 এপ্রিল থাকছে না কোনও পরীক্ষা

31818 কৃষ্ণনগর সিটি –শিয়ালদা লোকাল জগদ্দল এবং পলতা স্টেশন থেকে সকাল 8টা 24 মিনিট ও 8টা 35 মিনিটে ছাড়বে ৷ 31916 গেদে–শিয়ালদা লোকাল কাঁকিনাড়া এবং জগদ্দল স্টেশনে 8টা 56 মিনিট ও সকাল 9টায় দাঁড়াবে । 03116 লালগোলা-শিয়ালদা লোকাল কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে যথাক্রমে সকাল 9টা 8মিনিট, 9টা 11 মিনিট ও 9টা 17 মিনিটে দাঁড়াবে । 031520 শান্তিপুর-শিয়ালদা লোকাল জগদ্দল স্টেশনে সকাল 9টা 55 মিনিটে দাঁড়াবে ৷ 33362 বনগাঁ-বারাসত লোকাল সংহতি হল্টে দাঁড়াবে সকাল 9টা 56 মিনিটে ৷ 03183 শিয়ালদা-লালগোলা লোকাল পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙ্গা স্টেশনে যথাক্রমে 1টা 13 মিনিটে, 1টা 22 মিনিটে, 1টা 30 মিনিটে ও 2টো 16 মিনিটে দাঁড়াবে ৷

31523 শিয়ালদা-শান্তিপুর লোকাল জগদ্দল স্টেশনে দাঁড়াবে দুপুর 1টা 47 মিনিটে দাঁড়াবে । 03194 কলকাতা-লালগোলা লোকাল পলতা, জগদ্দল ও কাঁকিনাড়া স্টেশনে 2 টো 43 মিনিটে, 2টো 52 মিনিটে ও 2টো 54 মিনিটে দাঁড়াবে ৷ 31824 কৃষ্ণগর সিটি -শিয়ালদা লোকাল জগদ্দল স্টেশনে 1টা 23 মিনিটে দাঁড়াবে । 03190 লালগোলা–শিয়ালদহ লোকাল পায়রাডাঙ্গা, কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে যথাক্রমে দুপুর 1টা 23 মিনিট, দুপুর 2 টো 13 মিনিট এবং দুপুর 2টো 22 মিনিটে দাঁড়াবে । 03196 লালগোলা–শিয়ালদা কাঁকিনাড়া, জগদ্দল ও পলতা স্টেশনে যথাক্রমে দুপুর 3টে 9 মিনিট, 3টে 11 মিনিট এবং 3টে 20 মিনিটে দাঁড়াবে । 31828 কৃষ্ণনগর সিটি–শিয়ালদা লোকাল পায়রাডাঙ্গা স্টেশনে দুপুর 2টো 51 মিনিটে দাঁড়াবে ।

ABOUT THE AUTHOR

...view details