পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja Special Train: দুর্গাপুজো স্পেশাল ট্রেন চালাবে পূর্বরেল, কোন রুটে জেনে নিন বিস্তারিত... - পূর্ব রেল

শারদোৎসবে অতিরিক্ত মোট 18 জোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল ৷ এই স্পেশাল ট্রেনগুলো যাত্রাপথের প্রতিটি স্টেশনে দাঁড়াবে বলেই জানানো হয়েছে ৷ কোথা থেকে কোথায় এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে তা জানুন বিস্তারিত ৷

দুর্গাপুজো স্পেশাল ট্রেন চালাবে পূর্বরেল
Durga Puja Special Train

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 4:17 PM IST

Updated : Oct 17, 2023, 4:43 PM IST

হাওড়া, 17 অক্টোবর:পূর্ব রেল দুর্গাপুজোর দিনগুলোয় এবং লক্ষ্মীপুজোতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। শারদোৎসবের এই উল্লেখিত দিনগুলোতে অতিরিক্ত মোট 18 জোড়া স্পেশাল ট্রেন চালাবে বলেই মঙ্গলবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। শিয়ালদা শাখায় এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে ৷ এই স্পেশাল ট্রেনগুলো যাত্রাপথের প্রতিটি স্টেশনে দাঁড়াবে বলেই জানানো হয়েছে-

19 তারিখ-পঞ্চমী, 20 তারিখ-ষষ্ঠী, 21 তারিখ-সপ্তমী, 22 তারিখ-অষ্টমী, 23 তারিখ-নবমী রাত্রিতেও এই স্পেশাল ট্রেনগুলি চালু থাকবে।

  • এক জোড়া ট্রেন শিয়ালদা-রানাঘাট লোকাল

শিয়ালদা ছাড়বে বিকেল 4টে ৷ রানাঘাট থেকে ট্রেনটি 11.45 মিনিটে ছাড়বে

  • দুই জোড়া ট্রেন শিয়ালদা-কল্যাণী লোকাল

শিয়ালদা থেকে ছাড়বে দুপুর 2.30 মিনিটে, 1.30 মিনিটে ৷ কল্যাণী থেকে রাত্রি 12.10 মিনিটে অন্যটি ভোর 3টে নাগাদ ছাড়বে।

  • এক জোড়া ট্রেন শিয়ালদা-বনগাঁ লোকাল

শিয়ালদা থেকে দুপুর 1.20 মিনিটে ৷ বনগাঁ থেকে রাত্রি 11.55 মিনিটে ছাড়বে।

  • এক জোড়া ট্রেন শিয়ালদা-ডানকুনি লোকাল

শিয়ালদা থেকে রাত 11.30 মিনিটে ৷ ডানকুনি থেকে রাত 12.25 মিনিটে ছাড়বে।

  • তিন জোড়া ট্রেন শিয়ালদা-বারুইপুর লোকাল

শিয়ালদা থেকে দুপুর 3.20 মিনিটে, রাত 12.30 মিনিটে, রাত 2.20 মিনিটে ৷ অন্যদিকে, বারুইপুর থেকে বিকেল 4.38 মিনিটে, দুপুর 1.25 মিনিটে, দুপুর 3.10 মিনিটে ছাড়বে।

  • এক জোড়া ট্রেন শিয়ালদা-বজবজ লোকাল

শিয়ালদা থেকে রাত 11.30 মিনিটে ৷ বজবজ থেকে রাত 12.30 মিনিটে ছাড়বে।

  • সমস্ত শহরতলির ট্রেনগুলো 21 তারিখ শনিবার (সপ্তমী), 22 তারিখ রবিবার (অষ্টমী), 23 তারিখ সোমবার (নবমী), 24 তারিখ মঙ্গলবার (দশমী), 28 তারিখ (লক্ষ্মীপুজো)-তে এই সময়সূচি ও হল্ট স্টেশনগুলোতে লোকালগুলি দাঁড়াবে।
  • এছাড়াও শিয়ালদা-বারুইপুর প্যাসেঞ্জার স্পেশাল শিয়ালদা থেকে পুজোর দিনগুলোতে বিকেল 5.35 মিনিটে ছাড়বে। 33863 শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদা থেকে 19, 20, 21, 22, 23 রাত 12.10 মিনিটে ছাড়বে।
  • 19-20 (পঞ্চমী/ষষ্ঠী), 20-21 (ষষ্ঠী/সপ্তমী), 21-22 (সপ্তমী/অষ্টমী), 22-23 (অষ্টমী/নবমী ) আর 23-24 (নবমী/দশমী) 31192 কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল কল্যাণীতেই যাত্রা শেষ করবে।

যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির কথা চিন্তা করে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে আপাতত কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী ঘোষপাড়া পর্যন্ত যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 20, 21, 22, 23 বিকেল 4টে থেকে 11টা পর্যন্ত। 13টি ইএমইউ এই দিনগুলোতে বাতিল করা হয়েছে।

আরও পড়ুন:আগমনী গানের ডালি সাজিয়ে পুজোয় মাতলেন বাংলার শিল্পীরা

Last Updated : Oct 17, 2023, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details