হাওড়া, 16 মার্চ : হোলির আগে ফের নতুন চমক ভারতীয় রেলের (Special Rail Tour Package on Holi in Darjeeling Gangtok) । একের পর এক অভিনব উদ্যোগে রেলযাত্রীদের জন্য । রেলের টিকিট পরিষেবা থেকে দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত কামরা ফিরিয়ে আনা সহ যাত্রী পরিষেবায় সম্প্রতি বিভিন্ন রদবদল এনেছে ভারতীয় রেল ।
সেই সঙ্গে ভারতীয় রেলের আইআরসিটিসির নতুন পরিকল্পনা হোলি স্পেশাল ট্যুর প্যাকেজ । ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য ভারতীয় রেলের বিশেষ সুবিধার মধ্যে রয়েছে এই ট্যুর প্যাকেজ । গ্রাহকদের জন্যেই এই বড় ঘোষণাটি করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি । রেলের এই সংস্থার তরফে যে বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে আসা হয়েছে তার নাম হোলি ট্যুর প্যাকেজ। আগামী 20 মে এই ট্যুর প্যাকেজের সুবিধা পাবে গ্রাহকরা ।
আরও পড়ুন :Police Patrolling on Holi : বেপরোয়া বাইক রুখতে দোলের দিন শহরে নজরদারি লালবাজারের
ভারতীয় রেল সূত্রের খবর, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র তরফে দার্জিলিং ও গ্যাংটকের বিশেষ কয়েকটি স্থানকে চিহ্নিত করে সেই জায়গাগুলোতে বিশেষ ট্যুর ঘোষণা করা হয়েছে । ট্রেনে করেই হোলি ট্যুর প্যাকেজের আওতায় গোটা দেশের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাবে নাগরিকরা । এই ধরনের নয়া উদ্যোগ গ্রহণের ফলে উত্তরবঙ্গ ভ্রমণপ্রিয় নাগরিকরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবে । সেই সঙ্গে দেশ ঘোরার বাসনাও পূরণ হবে ।