কলকাতা, 20 অক্টোবর:সামনেই কালীপুজো (Kali Puja 2022) ৷ উৎসবের মরশুমে যাত্রীদের চাপ কমাতে হাওড়া ও দেহরাদুনের মধ্যে (Howrah Dehradun Route) স্পেশাল ট্রেন (Special Express Train) চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways) কর্তৃপক্ষ ৷
দক্ষিণ-পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, দীপাবলি উপলক্ষে 02774 সেকেন্দ্রাবাদ - সাঁতরাগাছি স্পেশাল এক্সপ্রেস চলতি মাসের 22-23 তারিখ যাতায়াত করবে ৷ ট্রেনটি 23 অক্টোবর সাঁতরাগাছি পৌঁছবে সকাল 10টা 25 মিনিটে ৷ 02773 সাঁতরাগাছি - সেকেন্দ্রাবাদ স্পেশাল এক্সপ্রেস 23 তারিখই সাঁতরাগাছি থেকে রাত 8টা (আট) 45 মিনিটে ছেড়ে পরের দিন (24 অক্টোবর, 2022) রাত 11টা 30 মিনিটে সেকেন্দ্রাবাদ পৌঁছবে ৷ এই ট্রেন তার যাত্রা পথে খড়্গপুর এবং বালাসোর স্টেশনে দাঁড়াবে ৷