পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Holi Special Trains : হোলিতে স্পেশাল ট্রেন দিল দক্ষিণ-পূর্ব রেল - Holi Special Train by South Eastern Railway

হোলির সময় যাত্রীদের চাপ কমানোর কথা মাথায় রেখে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালুর কথা ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল (Holi Special Train by SE Railway) ৷ বুকিং কাউন্টার ও অনলাইনেও থাকছে টিকিট কাটার ব্যবস্থা ৷

Holi Special Train Announcement
স্পেশাল ট্রেনের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের

By

Published : Mar 13, 2022, 7:47 AM IST

হাওড়া, 13 মার্চ : ফের স্পেশাল ট্রেনের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল । হোলির আগে প্রতি বছরের মতাে এই বছরও বিশেষ নির্দেশিকা জারি করা হয় (Special Train Announcement by South Eastern Railway)। সেই নির্দেশিকাতে দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে হোলির সময় যাত্রীদের চাপ কমানোর জন্যই বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালু করা হচ্ছে । পাশাপাশি বুকিং কাউন্টার ও অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে বলেই রেল সূত্রে খবর ।

এই ট্রেনের ভাড়া বর্ধিত মূল্যেই দিতে হবে বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে । এই ট্রেনটিতে এসি চেয়ার-সহ শোওয়ার ব্যবস্থা রাখছে পূর্ব রেল । তবে এই ট্রেনগুলোতে তৎকাল ও কোনও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে না ।

আরও পড়ুন :Local Train : আদ্রা ডিভিশনে চলছে না লোকাল ট্রেন, ক্ষোভে ফুঁসছে পুরুলিয়াবাসী

পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, শালিমার-মালতিপুর (পুরীর সন্নিকটে) চলতি মাসের 17 তারিখ 2:55 মিনিটে শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করবে । পরের দিন অর্থাৎ 18 তারিখ 2:55 মিনিটে মালতিপুর ছেড়ে শালিমারের উদ্যেশ্যে যাত্রা করবে । ওই দিনই রাত 11:40 মিনিটে শালিমার স্টেশন পৌঁছবে । এই ট্রেন তার যাত্রাপথে সাঁতরাগাছি, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং কুর্দা রোড স্টেশনগুলোতে থামবে । এছাড়াও শালিমার-গোরক্ষপুর-শালিমার স্পেশাল 16 তারিখ রাত্রি 8:20 মিনিটে শালিমার ছেড়ে পরের দিন বিকেল 5:20 মিনিটে গোরক্ষপুর পৌঁছবে । ফের 20 তারিখ 1:20 মিনিটে গোরক্ষপুর থেকে যাত্রা করবে ও পরের দিন সকাল 9:20 মিনিটে শালিমার পৌঁছবে । এই ট্রেনটি তার যাত্রাপথে সাঁতরাগাছি, খড়্গপুর, টাটানগর, পুরুলিয়া, ভজুডিহ স্টেশনে থামবে । পাশাপাশি শালিমার-দ্বারভাঙ্গা-শালিমার স্পেশাল 16 তারিখ বিকেল 3:40 মিনিটে শালিমার থেকে যাত্রা করে সকাল 10টায় দ্বারভাঙ্গা পৌঁছবে ও 17 তারিখ রাত্রি 9:05 মিনিটে দ্বারভাঙ্গা থেকে যাত্রা করবে । 18 তারিখ বিকেল 3:15 মিনিটে শালিমার স্টেশনে পৌঁছবে । এই ট্রেনটি তার যাত্রাপথে সাঁতরাগাছি, খড়্গপুর, টাটানগর, পুরুলিয়া, বোকারো স্টিল সিটি স্টেশনে থামবে ।

আরও পড়ুন : Rail blocked at Nasibpur: নিত্য যন্ত্রণা, নসিবপুরে রেল অবরোধ ক্ষুব্ধ যাত্রীদের

এছাড়া টাটানগর-ছাপড়া-টাটানগর স্পেশাল 17 তারিখ দুপুর 12:15 মিনিটে টাটানগর থেকে যাত্রা করে পরের দিন দুপুর 2:05 মিনিটে ছাপড়া স্টেশন পৌঁছবে । 20 তারিখ রাত 12:05 মিনিটে চাপরা থেকে যাত্রা করে ওই দিনই বিকেল 4টে টাটানগর পৌঁছবে বলেই পূর্ব রেল সূত্রে খবর । এই ট্রেনটি তার যাত্রাপথে পুরুলিয়া, জয়চণ্ডী পাহাড় স্টেশনে থামবে ।

উল্লেখ্য, কিছুদিন পূর্বেই দূরপাল্লার বেশ কয়েকটি রুটে দোলকে কেন্দ্র করে স্পেশাল ট্রেন চালানোর কথা জানায় দক্ষিণ-পূর্ব রেল ।

ABOUT THE AUTHOR

...view details