হাওড়া, 15 নভেম্বর : যাত্রী পরিষেবার সুবিধা দিতে লোকাল ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল । দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট 72টি লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হতে চলেছে । আজ থেকে বিভিন্ন রুটে এই ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করে দক্ষিণ-পূর্ব রেল ৷ এর মধ্যে হাওড়া-খড়্গপুর ডিভিশনে রেল পরিষেবা বৃদ্ধি হচ্ছে আজ থেকে ।
যার মধ্যে হাওড়া-মেদিনীপুর লাইনে 15টি, হাওড়া-পাঁশকুড়া লাইনে 19টি, সাঁতরাগাছি-পাঁশকুড়া লাইনে 2টি, হাওড়া-আমতা লাইনে 7টি, হাওড়া-হলদিয়া লাইনে 3টি, হাওড়া-খড়্গপুর লাইনে 9টি, হাওড়া-মেচেদা লাইনে 5টি, শালিমার-মেচেদা লাইনে 2টি, সাঁতরাগাছি-মেচেদা লাইনে 2টি, পাঁশকুড়া-দিঘা লাইনে 1টি, মেচেদা-দিঘা লাইনে 1টি, শালিমার-সাঁতরাগাছি লাইনে 2টি, হাওড়া-বালিচক লাইনে 1টি, সাঁতরাগাছি-আমতা লাইনে 1টি, পাঁশকুড়া-হলদিয়া লাইনে 1টি, হাওড়া-উলুবেড়িয়া লাইনে 1টি । এভাবে দ্বিতীয় ধাপে প্রায় 72টি ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল ।