হাওড়া, 28 ফেব্রুয়ারি : আজ বাম-কংগ্রেসের ব্রিগেড সভা ৷ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে সদ্য প্রতিষ্ঠিত ফুরফুরা শরিফের পীরজ়াদা আব্বাস সিদ্দিকির তৈরি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরও ৷ সেই সভা বয়কটের সিদ্ধান্ত নিল পীরজ়াদা আব্বাস সিদ্দিকির একদল ভক্ত অনুগামী । শনিবারই সভায় যাচ্ছেন না বলে জানিয়ে দেন বেগড়ি গ্রাম পঞ্চায়েতের পীরজ়াদার অনুগামীরা ৷ তাঁরা তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবেন না বলে জানিয়ে দিলেন ৷
বাম-কংগ্রেস-আইএসএফের নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তের সমর্থকদের ব্রিগেডে আসার আবেদন জানিয়েছিলেন । যদিও সেই ডাকে সাড়া দিতে নারাজ এই আব্বাস-অনুগামীরা । তাঁদের কথায়, আব্বাস সিদ্দিকিকে আমরা ধর্মগুরু হিসাবে ভালোবাসি । তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন । আগামী বিধানসভায় বাম-কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন । তবে আমরা তৃণমূল নেত্রীর বিরোধিতা করতে চাই না । কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়ন করছেন ।