পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতাকে সমর্থন, ব্রিগেড বয়কটের সিদ্ধান্ত পীরজ়াদার ভক্তদের - brigade

ধর্মগুরু হিসেবে আব্বাস সিদ্দিকিকে ভালোবাসি, রাজনীতিক হিসেবে নয় । জানিয়ে দিলেন পীরজ়াদার একদল অনুগামী ৷

ব্রিগেডে আসতে চান না বেশকিছু আব্বাস ঘনিষ্ঠরা
ব্রিগেডে আসতে চান না বেশকিছু আব্বাস ঘনিষ্ঠরা

By

Published : Feb 28, 2021, 7:55 AM IST

হাওড়া, 28 ফেব্রুয়ারি : আজ বাম-কংগ্রেসের ব্রিগেড সভা ৷ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে সদ্য প্রতিষ্ঠিত ফুরফুরা শরিফের পীরজ়াদা আব্বাস সিদ্দিকির তৈরি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরও ৷ সেই সভা বয়কটের সিদ্ধান্ত নিল পীরজ়াদা আব্বাস সিদ্দিকির একদল ভক্ত অনুগামী । শনিবারই সভায় যাচ্ছেন না বলে জানিয়ে দেন বেগড়ি গ্রাম পঞ্চায়েতের পীরজ়াদার অনুগামীরা ৷ তাঁরা তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবেন না বলে জানিয়ে দিলেন ৷

বাম-কংগ্রেস-আইএসএফের নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তের সমর্থকদের ব্রিগেডে আসার আবেদন জানিয়েছিলেন । যদিও সেই ডাকে সাড়া দিতে নারাজ এই আব্বাস-অনুগামীরা । তাঁদের কথায়, আব্বাস সিদ্দিকিকে আমরা ধর্মগুরু হিসাবে ভালোবাসি । তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন । আগামী বিধানসভায় বাম-কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন । তবে আমরা তৃণমূল নেত্রীর বিরোধিতা করতে চাই না । কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়ন করছেন ।

আরও পড়ুন : প্রথমবার ব্রিগেডে বাম-কংগ্রেস, প্রস্তুতি শেষপর্যায়ে

ইতিমধ্যেই ফুরফুরা শরিফের অভ্যন্তরেই শাসক দলের পক্ষে ও বিপক্ষে দুই শিবির তৈরি হয়েছে । শাসক দলের পক্ষে রয়েছেন ত্বহা সিদ্দিকি । শুক্রবার তিনি নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুরফুরা শরিফে আসার আমন্ত্রণ জানিয়ে আসেন ।

ABOUT THE AUTHOR

...view details