হাওড়া, 26 সেপ্টেম্বর:টোটো এবং ই-রিকশা চললেও তার কোনও পারমিট নেই ৷ তাই যানজটের সৃষ্টি হচ্ছে শহর জুড়ে ৷ তাই এবার শহরের এই সমস্ত টোটো ও ই-রিকশা চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুটের কথা জানালেন ৷ সেইসঙ্গে কোন রুট দিয়ে টোটো চলবে এবং কোন রুট দিয়ে ই-রিকশা চলবে তা স্থানীয় প্রশাসন ঠিক করবে ৷ মঙ্গলবার হাওড়ায় এসে সে কথাই জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ৷
এদিন বিকেলে হাওড়ার পদ্মপুকুর ক্যারি রোডে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল ৷ সেই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ৷ সেখানে শহরের টোটো এবং ই-রিকশার রুট প্রসঙ্গে তিনি বলেন, "হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিন চাকার কোনও বাহন বা টোটো ইত্যাদি রাজ্য ও জাতীয় সড়কে যাতায়াত করতে পারবে না। এছাড়া যেখানে টোটো তৈরি হচ্ছে সেখানে যদি কোনও বেনিয়ম হয় তা-হলে তৎক্ষণাৎ সেই কারখানা সিল করে দেওয়া হবে ।" এদিন পরিবহন মন্ত্রী আরও জানান, যারা ইতিমধ্যেই টোটো চালাচ্ছেন তাদের সঙ্গে স্থানীয় প্রশাসন বসে আলোচনা করে কিউআর কোর্ড চালু করার কথা উল্লেখ করেছেন ৷ পাশাপাশি একসঙ্গে সব টোটো না-চালিয়ে, শিফটিং পদ্ধতিতে চালানোর উদ্যোগ নিলে চাপ অনেকটাই কমবে বলে জানান পরিবহণ মন্ত্রী ।